Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

25 TECHNICAL ASSISTANTS IN CSIR-CSIO

Advt. No. 03/2025

CSIR – Central Scientific Instruments Organisation (CSIR-CSIO) invites online applications to recruit Technical Assistants.

Post:  Technical Assistant.

Total Vacancy: 25.

Eligibility: Diploma, Graduate.

Age limit: within 28 years (as on 15/08/2025).

Pay Scale: Rs. 35,400 – Rs. 1,12,400

Last Date of Online Application: 15th August, 2025.

Application Fee: Rs. 590 (SC/ST/PWD/ESM/Women candidate are exempted)

……………………………………………………………..

কেন্দ্রীয় সংস্থায় ২৫ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গবেষণা সংস্থা সিএসআইআর-সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশন, চণ্ডীগড় ২৫ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৫ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ল্যাটেরাল অ্যাডমিশন হলে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে কমপক্ষে ২ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা  কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.csio.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ একাধিক পোস্ট কোডের জন্য আবেদন করতে হলে প্রতিটির জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত ফি ৫৯০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের  দরখাস্ত ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নেবেন, পরে এর প্রয়োজন হবে৷

Official Website: https://www.csio.res.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply