Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

250 APPRENTICES IN VIZAG STEEL PALNT

Vizag Steel Plant is inviting applications for Graduate Apprenticeship Trainees’ Training / Technician Apprenticeship Trainees’ Training.

Post:  Graduate (Engineering) Apprentices, Technician (Diploma) Apprentices

Total Vacancy:  250

Eligibility: Graduate (Engineering) Apprentices: A degree in engineering or technology; Technician (Diploma) Apprentices: A Diploma in Engineering or technology.

Training Period: 1 year

Stipend:

Engineering Graduates- Rs. 9,000.

Diploma Engineering- Rs. 8,000.

Last Date of Online Application: 9/1/2025

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ২৫০ অ্যাপ্রেন্টিস

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীনস্থ বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে গ্র্যাজুয়েট (ইঞ্জিনিয়ারিং) অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ২৫০ জন নিয়োগ করা হবে৷ ট্রেনিং হবে ১ বছরের৷ অনলাইনে আবেদন করতে হবে ৯ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) গ্র্যাজুয়েট (ইঞ্জিনিয়ারিং) অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স / আইটি, মেটালার্জি, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, কেমিক্যাল বিষয়ে ২০২২ / ২০২৩ / ২০২৪ সালে বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২০০৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ৯,০০০ টাকা৷

(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সিভিল, মাইনিং, মেটালার্জি, কেমিক্যাল, বিষয়ে ২০২২ / ২০২৩ / ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫০৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার আগে প্রার্থীকে https://nats.education.gov.in  ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে৷ রেজিস্ট্রেশন করার পরে অনলাইনে দরখাস্ত করতে হবে https://forms.gle/Hi4mdhXCvvSv7K8PA লিঙ্কে প্রদত্ত গুগল ফর্ম পূরণের মাধ্যমে৷

Official Websitewww.vizagsteel.com

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৮/১/২০২৫)।

Share it :

Leave a Reply