Union Bank of India invites online applications for the following post.
Post: Wealth Manager.
Total vacancy: 250 (UR: 103, SC: 37, ST: 18, OBC: 67, EWS: 25).
Eligibility: MBA/MMS/PGDBA/PGDBM/PGPM/PGDM.
Age Limit: 25 to 35 year (as on 01/08/2025)
Last Date of Online Application: 25th August, 2025.
Application Fee: Rs. 1180 (Rs. 177 for SC/ST/PwBD/EXSM candidates)
………………………………………………………..
ইউনিয়ন ব্যাঙ্কে ২৫০ ওয়েলথ ম্যানেজার
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘ওয়েলথ ম্যানেজার’ পদে ২৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ২ বছরের পূর্ণ সময়ের এমবিএ / এমএমএস / পিজিডিবিএ / পিজিডিবিএম / পিজিপিএম / পিজিডিএম পাশ হতে হবে৷ এনআইএসএম / আইআরডিএআই / এনসিএফএম / অ্যাম্ফি সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২৫০ (জেনাঃ ১০৩, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১৮, ওবিসি ৬৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৫)৷ বেতনক্রম: ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা৷ চাকরির শুরুতে প্রথম ২ বছর প্রবেশন পিরিয়ড চলবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.unionbankofindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীর ছবি (৪.৫× ৩.৫ সেমি, ২০০× ২৩০ পিক্সেল, ২০-৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে স্বাক্ষর (১৪০× ৬০ পিক্সেল, ১০-২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো বা নীল কালিতে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০× ২৪০ পিক্সেল, ২০-৫০ কেবি সাইজ) ও সাদা কাগজে কালো কালিতে লেখা“I,…………………(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” ডিক্লেয়ারেশন (৮০০× ৪০০ পিক্সেল, ৫০-১০০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১১৮০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ১৭৭ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষা হবে ১৫০ মিনিট সময়সীমার ২২৫ নম্বরের৷ অবজেক্টিভ টাইপ প্রশ্ণ হবে এই সব বিষয়ে — কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), রিজনিং (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), প্রফেশনাল নলেজ রেলিভ্যান্ট টু দ্য পোস্ট (৭৫টি প্রশ্ণ, ১৫০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর বা এক-চতুর্থাংশ নম্বর কাটা যাবে৷ লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা / বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, বর্ধমান, কল্যাণী, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://www.unionbankofindia.co.in/en/common/recruitment
Official Notification: Click Here
Apply link: Click Here