Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

251 GROUP C STAFFS VACANCIES IN NDA / ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ২৫১ গ্রুপ সি কর্মী

National Defence Academy, Khadakwalsa, Pune invites online applications for the following posts.

Post:  Lower Division Clerk, Painter, Draughtsman, Civilian Motor Driver (OG), Compositor-cum-Printer, Cinema Projectionist-II, Cook, Fireman, Blacksmith, TA-Baker & Confectioner, TA-Cycle Repairer,Multi Tasking Staff -Office & Training.

Vacancy: 251. Lower Division Clerk: 27, Painter: 1, Draughtsman: 1, Civilian Motor Driver (OG): 8, Compositor-cum-Printer: 1, Cinema Projectionist-II: 1, Cook: 12, Fireman: 10, Blacksmith: 1, TA-Baker & Confectioner: 2, TA-Cycle Repairer: 5, Multi Tasking Staff -Office & Training: 182.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application : 21st January, 2023.

 

………………………..

পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মাল্টি টাস্কিং স্টাফ – অফিস অ্যান্ড ট্রেনিং, লোয়ার ডিভিশন ক্লার্ক, পেন্টার, ড্রাফটসম্যান, সিভিলিয়ান মোটর ড্রাইভার, কম্পোজিটার কাম প্রিন্টার, সিনেমা প্রোজেকশন্সিট টু, কুক, ফায়ারম্যান, ব্ল্যাকস্মিথ, টিএ – বেকার অ্যান্ড কনফেকশনার, টিএ – সাইকেল রিপেয়ার পদে ২৫১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ – অফিস অ্যান্ড ট্রেনিং: কোনো স্বীকৃত বোর্ড / প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮২ (জেনাঃ ৭৩, তঃউঃজাঃ ২২, ওবিসি ৬৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৮)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ১ অনুযায়ী৷

(২) লোয়ার ডিভিশন ক্লার্ক: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৭ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(৩) পেন্টার: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ  ও সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(৪) ড্রাফটসম্যান: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ  ও ড্রাফটসম্যান ট্রেডে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ৪ অনুযায়ী৷

(৫) সিভিলিয়ান মোটর ড্রাইভার (ওজি): কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ ভারি যান চালানোর কাজে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(৬) কম্পোজিটর কাম প্রিন্টার: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(৭) সিনেমা প্রোজেকশনিস্ট টু: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(৮) কুক: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(৯) ফায়ারম্যান: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কোনো স্বীকৃত সংস্থা থেকে ফার্স্ট এইডের ব্যবহার, ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্স ও টেলর ফায়ার পাম্পসের ৬ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি (তঃউঃজাঃ প্রার্থীরা উচ্চতায় ২ সেমি ছাড় পাবেন), বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি হতে হবে৷ ওজন কমপক্ষে ৫০ কেজি৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় প্রার্থীকে ৯৬ সেকেন্ডের মধ্যে ১৮৩ মিটার দূরত্বে ৬৩.৫ কেজি ওজনের একজন মানুষকে বহন করে (ফায়ারম্যান লিফট) নিয়ে যেতে হবে, লং জাম্প করে ২.৭ মিটার চওড়া একটি গর্ত পেরোতে হবে (ল্যান্ডিং দুই পায়ে হতে হবে), হাত ও পায়ের সাহায্যে ৩ মিটার উঁচু একটি দড়ি চড়তে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(১০) ব্ল্যাকস্মিথ: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ২ অনুযায়ী৷

(১১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট – বেকার অ্যান্ড কনফেকশনার: বেকার অ্যান্ড কনফেকশনার ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ১ অনুযায়ী৷

(১২) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট – সাইকেল রিপেয়ারার: সাইকেল রিপেয়ার ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ১ অনুযায়ী৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং তপশিলি সমপ্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ndacivrect.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইড ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website:https://ndacivrect.gov.in/

Get detailsClick Here

Click Here

Share it :