Notification No. 03/2022 Act Apprentices
Railway Recruitment Cell, West-Central Railway is inviting applications for the following host.
Posts: Trade Apprentice
Total Vacancy: 2521 (JBP Division- 884, BPL Division- 614, KOTA Division- 685, WRS KOTA- 160, CRWS BPL-158, HQ JBP- 20, Howrah Division– 659)।
Eligibility: 10th class pass with National Trade Certificate in relevant trades.
Age limit: 15 to 24 years as on 17/11/2022.
Stipend: As per rules
Application fee: Rs. 100 (SC/ST/PwBD/Women candidates are exempted)
Last date of online application: 17/12/2022.
………………………………….
ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ৬টি ইউনিট / ওয়ার্কশপে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), ইলেকট্রনিক্স মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল), ডিজেল মেকানিক, মেশিনিস্ট, টার্নার, ওয়্যারম্যান, ম্যাসন (বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকটর), ফ্লোরিস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং, পাম্প অপারেটর কাম মেকানিক, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্যান্স, স্টেনোগ্রাফার (হিন্দি), স্টেনোগ্রাফার (ইংরাজি), অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন, ডিজিটাল ফটোগ্রাফার, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেটিরিয়াল হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট মেকানিক কাম অপারেটর, এসি মেকানিক, ব্ল্যাকস্মিথ (ফাউন্ড্রিম্যান), কেবল জয়েন্টার, ড্রাফটসম্যান (সিভিল), ড্রাফটসম্যান (মেকানিক্যাল), সার্ভেয়র, প্লাম্বার, সিউইয়িং টেকনোলজি (কাটিং অ্যান্ড টেলরিং) / টেলর (জেন), মেকানিক (মোটর ভেহিকেল), মেকানিক (ট্র্যাক্টর), আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ২৫২১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স: ১৭ নভেম্বর, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
ট্রেড ও ডিভিশন অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার: মোট শূন্যপদ ৬৫১৷ জেবিপি ডিভিশন: ২৯৯৷ বিপিএল ডিভিশন: ১৬১৷ কোটা ডিভিশন: ৭৬৷ ডব্লুআরএস কোটা: ৭০৷ সিআরডব্লুএস বিপিএল: ৪৫৷
(২) ইলেকট্রিশিয়ান: মোট শূন্যপদ ৪৫৮৷ জেবিপি ডিভিশন: ২৪০৷ বিপিএল ডিভিশন: ৮৯৷ কোটা ডিভিশন: ১১৩৷ সিআরডব্লুএস বিপিএল: ১৬৷
(৩) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): মোট শূন্যপদ ২৩৬৷ জেবিপি ডিভিশন: ৫০৷ বিপিএল ডিভিশন: ৩১৷ কোটা ডিভিশন: ৬২৷ ডব্লুআরএস কোটা: ৬৬৷ সিআরডব্লুএস বিপিএল: ২৭৷
(৪) ইলেকট্রনিক্স মেকানিক: মোট শূন্যপদ ১৪১৷ জেবিপি ডিভিশন: ৩০৷ বিপিএল ডিভিসন: ১০০৷ কোটা ডিভিশন: ১১৷
(৫) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ১৪১৷ জেবিপি ডিভিশন: ৪৮৷ বিপিএল ডিভিশন: ৫০৷ কোটা ডিভিশন: ২০৷ ডব্লুআরএস কোটা: ৩৷ সিআরডব্লুএস বিপিএল: ৬৷ এইচকিউ জেবিপি: ১৪৷
(৬) কার্পেন্টার: মোট শূন্যপদ ১৩৭৷ জেবিপি ডিভিশন: ৩২৷ বিপিএল ডিভিশন: ১৫৷ কোটা ডিভিশন: ৭০৷ সিআরডব্লুএস বিপিএল: ৪৫৷
(৭) পেইন্টার (জেনারেল): মোট শূন্যপদ ১২৪৷ জেবিপি ডিভিশন: ১৯৷ বিপিএল ডিভিসন: ১৪৷ কোটা ডিভিশন: ৭১৷ ডব্লুআরএস কোটা: ১১৷ সিআরডব্লুএস বিপিএল: ৯৷
(৮) ম্যাসন (বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকটর): মোট শূন্যপদ ১২০৷ জেবিপি ডিভিশন: ৩০৷ বিপিএল ডিভিশন: ৩২৷ কোটা ডিভিশন: ৫৮৷
(৯) ব্ল্যাকস্মিথ (ফাউন্ড্রিম্যান): মোট শূন্যপদ ৯০৷ জেবিপি ডিভিশন: ১০৷ বিপিএল ডিভিশন: ১৩৷ কোটা ডিভিশন: ৬৭৷
(১০) প্লাম্বার: মোট শূন্যপদ ৮৪৷ কোটা ডিভিশন: ৭৬৷ ডব্লুআরএস কোটা: ৭৮৷ সিআরডব্লুএস বিপিএল: ৬৷
(১১) ওয়্যারম্যান: মোট শূন্যপদ ৫৫৷ জেবিপি ডিভিশন: ১৬৷ বিপিএল ডিভিশন: ২৬৷ কোটা ডিভিশন: ১৩৷
(১২) মেশিনিস্ট: মোট শূন্যপদ ৪২৷ জেবিপি ডিভিশন: ৫৷ বিপিএল ডিভিশন: ১২৷ কোটা ডিভিশন: ১২৷ ডব্লুআরএস কোটা: ১০৷ সিআরডব্লুএস বিপিএল: ৩৷
(১৩) স্টেনোগ্রাফার (হিন্দি): মোট শূন্যপদ ৩৭৷ জেবিপি ডিভিশন: ১২৷ বিপিএল ডিভিশন: ৭৷ কোটা ডিভিশন: ৯৷ সিআরডব্লুএস বিপিএল: ৩৷ এইচকিউ জেবিপি: ৬৷
(১৪) হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ২৫ (জেবিপি ডিভিশন)৷
(১৫) ডিজেল মেকানিক: মোট শূন্যপদ ২৪৷ বিপিএল ডিভিশন: ২২৷ সিআরডব্লুএস বিপিএল: ২৷
(১৬) স্টেনোগ্রাফার (ইংরাজি): মোট শূন্যপদ ২১৷ জেবিপি ডিভিশন: ৩৷ বিপিএল ডিভিশন: ৬৷ কোটা ডিভিশন: ৯৷ সিআরডব্লুএস বিপিএল: ৩৷
(১৭) টার্নার: মোট শূন্যপদ ২০৷ জেবিপি ডিভিশন: ৬৷ কোটা ডিভিশন: ১২৷ সিআরডব্লুএস বিপিএল: ৪৫৷
(১৮) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্যান্স: মোট শূন্যপদ ১৬৷ জেবিপি ডিভিশন: ১০৷ বিপিএল ডিভিসন: ৬৷
(১৯) ড্রাফটসম্যান (সিভিল): মোট শূন্যপদ ১৫৷ বিপিএল ডিভিশন: ১৪৷ সিআরডব্লুএস বিপিএল: ১৷
(২০) ফ্লোরিস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং: মোট শূন্যপদ ১০ (জেবিপি ডিভিশন)৷
(২১) পাম্প অপারেটর কাম মেকানিক: মোট শূন্যপদ ১০ (জেবিপি ডিভিশন)৷
(২২) অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন (জেনারেল): মোট শূন্যপদ ৫ (জেবিপি ডিভিশন)৷
(২৩) ডিজিটাল ফটোগ্রাফার: মোট শূন্যপদ ১ (জেবিপি ডিভিশন)৷
(২৪) কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান: মোট শূন্যপদ ৪ (জেবিপি ডিভিশন)৷
(২৫) সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ২৷ জেবিপি ডিভিশন: ১৷ বিপিএল ডিভিশন: ১৷
(২৬) হেলথ স্যানিটারি ইন্সপেক্টর: মোট শূন্যপদ ৫ (জেবিপি ডিভিশন)৷
(২৭) ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: মোট শূন্যপদ ৪ (জেবিপি ডিভিশন)৷
(২৮) মেটিরিয়াল হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট মেকানিক কাম অপারেটর: মোট শূন্যপদ ৫ (জেবিপি ডিভিশন)৷
(২৯) এসি মেকানিক: মোট শূন্যপদ ৭ (বিপিএল ডিভিসন)৷
(৩০) কেবল জয়েন্টার: মোট শূন্যপদ ৬ (বিপিএল ডিভিসন)৷
(৩১) ড্রাফটসম্যান (মেকানিক্যাল): মোট শূন্যপদ ৫৷ কোটা ডিভিশন: ৪৷ সিআরডব্লুএস বিপিএল: ১৷
(৩২) সার্ভেয়র: মোট শূন্যপদ ১ (জেবিপি ডিভিশন)৷
(৩৩) সিউইয়িং টেকনোলজি (কাটিং অ্যান্ড টেলরিং)/ টেলর (জেন): মোট শূন্যপদ ৫ (সিআরডব্লুএস বিপিএল)৷
(৩৪) মেকানিক (মোটর ভেহিকেল): মোট শূন্যপদ ৫ (সিআরডব্লুএস বিপিএল)৷
(৩৫) মেকানিক (ট্র্যাক্টর): মোট শূন্যপদ ৪ (সিআরডব্লুএস বিপিএল)৷
(৩৬) আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ১ (বিপিএল ডিভিশন)৷
(৩৭) অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন (ভেজেটেরিয়ান): মোট শূন্যপদ ৫ (জেবিপি ডিভিশন)৷
(৩৮) অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন (কুকারি): মোট শূন্যপদ ৫ (জেবিপি ডিভিশন)৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wcr.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (৫০ কেবি থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে এবং মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, আইটিআই মার্কশিট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) পিডিএফ ফর্ম্যাটে ৫০ কেবি থেকে ২০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.wcr.indianrailways.gov.in
Official Notification: Click Here