ADVT. NO. 04/2022
Goa Shipyard Limited invites online applications for the following posts.
Post: Assistant Superintendant, Structural Fitter, Refrigeration & AC Mechanic, Welder, 3G Welder, Electronic Mechanic, Electrical Mechanic, Plumber, Mobile Crane Operator, Printer cum Record Keeper, Cook, Office Assistant, Store Assistant, Yard Assistant, Junior Instructor, Medical Laboratory Technician, Technical Assistant, Civil Assistant, Trainee welder, Trainee General Fitter, Unskilled.
Total vacancy: 253
Eligibility: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 28th April, 2022 up to 5 pm.
…………………………………………………………………………………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি মিনিরত্ন সংস্থা গোয়া শিপইয়ার্ড লিমিটেড আনস্কিলড, স্ট্রাকচারাল ফিটার, ওয়েল্ডার, থ্রিজি ওয়েল্ডার, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিক্যাল মেকানিক, ট্রেনি ওয়েল্ডার, প্লাম্বার, মোবাইল ক্রেন অপারেটর, প্রিন্টার কাম রেকর্ড কিপার, অফিস অ্যাসিস্ট্যান্ট, কুক, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ইয়ার্ড অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইনস্ট্রাকটার, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, সিভিল অ্যাসিস্ট্যান্ট, ট্রেনি জেনারেল ফিটার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড্যান্ট পদে ২৫৩ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ বয়স : বয়স হতে হবে ২৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৩ বছরের মধ্যে৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ মার্চ থেকে ২৮ এপ্রিল, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) আনস্কিলড: মাধ্যমিক পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ আইটিআই পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ১০,১০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা৷
(২) স্ট্রাকচারাল ফিটার: স্ট্রাকচারাল ফিটার / ফিটার / ফিটার জেনারেল / শিট মেটাল ওয়ার্কার ট্রেডে আইটিআই ও এনসিটিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড, কোচিন শিপইয়ার্ড লিমিটেড বা গোয়া শিপইয়ার্ড লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৩৪ (জেনাঃ ২৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪) ৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(৩) ওয়েল্ডার: ওয়েল্ডার ট্রেডে আইটিআই ও এনসিটিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড, কোচিন শিপইয়ার্ড লিমিটেড বা গোয়া শিপইয়ার্ড লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪) ৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(৪) থ্রিজি ওয়েল্ডার: ওয়েল্ডার/ থ্রি জি ওয়েল্ডিং ট্রেডে আইটিআই ও এনসিটিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড, কোচিন শিপইয়ার্ড লিমিটেড বা গোয়া শিপইয়ার্ড লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ২) ৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(৫) ইলেকট্রনিক মেকানিক: ইলেকট্রনিক মেকানিক ট্রেডে আইটিআই ও এনসিটিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ১০, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(৬) ইলেকট্রিক্যাল মেকানিক: ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই ও এনসিটিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কোনো সুপরিচিত সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে ও ওয়্যারম্যানের বৈধ লাইসেন্স থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১) ৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(৭) ট্রেনি ওয়েল্ডার: ওয়েল্ডার ট্রেডে আইটিআই ও এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতন ও স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের প্রথমে ২ বছরের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ৭,০০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ৭,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(৮) প্লাম্বার: প্লাম্বার ট্রেডে আইটিআই ও এনসিটিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৪,৬০০ টাকা থেকে ৪৮,৫০০ টাকা৷
(৯) মোবাইল ক্রেন অপারেটর: মাধ্যমিক পাশ হতে হবে ও ভারি যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ট্রাক বা ট্রেলার চালানোর অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ বেতনক্রম: ১৪,৬০০ টাকা থেকে ৪৮,৫০০ টাকা৷
(১০) প্রিন্টার কাম রেকর্ড কিপার: মাধ্যমিক পাশ হতে হবে ও কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৪,৬০০ টাকা থেকে ৪৮,৫০০ টাকা৷
(১১) অফিস অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৫,৬০০ টাকা থেকে ৫৭,৫০০ টাকা৷
(১২) অফিস অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স / ইন্টারনাল অডিট): বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১) ৷ বেতনক্রম: ১৫,৬০০ টাকা থেকে ৫৭,৫০০ টাকা৷
(১৩) কুক: মাধ্যমিক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৪,৬০০ টাকা থেকে ৪৮,৫০০ টাকা৷
(১৪) স্টোর অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(১৫) ইয়ার্ড অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১) ৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(১৬) জুনিয়র ইনস্ট্রাকটার (অ্যাপ্রেন্টিস) (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(১৭) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(১৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (স্টোরস – মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(১৯) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (স্টোরস – ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল – মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২১) রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে আইটিআই ও এনসিটিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কোনো সুপরিচিত সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(২২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল – ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল – ইলেকট্রনিক্স): ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২১ (জেনাঃ ১২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অটো ক্যাডে কাজ জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স): ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অটো ক্যাডে কাজ জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (শিপবিল্ডিং): শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অটো ক্যাডে কাজ জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২১ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৪, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২৮) সিভিল অ্যাসিস্ট্যান্ট: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত) ৷ বেতনক্রম: ১৬,৬০০ টাকা থেকে ৬৩,৫০০ টাকা৷
(২৯) ট্রেনি জেনারেল ফিটার: ফিটার / ফিটার জেনারেল ট্রেডে আইটিআই ও এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১) ৷ বেতন ও স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের প্রথমে ২ বছরের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ৭,০০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ৭,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ১৫,১০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা৷
(৩০) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড্যান্ট (হিন্দি ট্রান্সলেটর): ইংরেজি একটি বিষয় সহ হিন্দি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদে ১ বছরের ডিপ্লোমা পাশ করতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কোঙ্কনি ও মারাঠি ভাষা জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ২১,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.goashipyard.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Goa Shipyard Limited (payable at Vasco-da-gama, Goa)’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (৪৫০ কেবি সাইজের মধ্যে), ডিমান্ড ড্রাফট (৫০০ কেবি সাইজের মধ্যে), মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট (৫০০ কেবি সাইজের মধ্যে), শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র (১ এমবি সাইজের মধ্যে), কাস্ট / ডিজএবিলিটি সার্টিফিকেট (৫০০ কেবি সাইজের মধ্যে), অভিজ্ঞতার শংসাপত্র (১ এমবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিটির সঙ্গে ডিমান্ড ড্রাফটের মূল কপি একটি মুখবন্ধ করা খামে ভরে ৯ মে, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -To CGM (HR&A), HR Department, Dr. B. R Ambedkar Bhavan, Goa Shipyard Limited, Vasco -da-Gama, Goa – 403802৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website:https://goashipyard.in/careers/
Get details: Click Here