All India Institute of Medical Sciences, New Delhi invites online applications for the following posts.
Post: Various.
Total vacancy: 254.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 19th December, 2022 till 5 pm.
……………………………………………………………………………….
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, দিল্লি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি কাম ফায়ার গার্ড গ্রেড টু, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড টু, স্টেনোগ্রাফার, নিউক্লিয়ার মেডিক্যাল টেকনোলজিস্ট, স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড টু, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ফোটোগ্রাফার, ফার্মাসিস্ট গ্রেড টু, টেকনিশিয়ান, অপথ্যালমিক টেকনিশিয়ান, টেকনিশিয়ান গ্রেড টু, স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টোর কিপার, জুনিয়র ফিজিয়োথেরাপিস্ট / অক্যুপেশনাল থেরাপিস্ট, মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড টু, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, পারফিউশনিস্ট, প্রোগ্রামার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ব্লাড ট্রান্সফিউশন অফিসার, ব্লাড ট্রান্সফিউশন অফিসার, মেডিক্যাল ফিজিসিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট, সায়েন্টিস্ট ওয়ান, সায়েন্টিস্ট টু পদে ২৫৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ ডিসেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর কোনো সরকারি সংস্থা / প্রতিষ্ঠানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪০ (জেনাঃ ১৫, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(২) সিকিউরিটি কাম ফায়ার গার্ড গ্রেড টু, গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য ১৬২ সেমি), বুকের ছাতি ৮০ সেমি (পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য ৭৬ সেমি)৷ বুকের ছাতি ৫ সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে৷
(৩) অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, গ্রুপ সি: গ্র্যাজুয়েট হতে হবে৷ হাউজ কিপিং / মেটিরিয়াল ম্যানেজমেন্ট / পাবলিক রিলেশন / এস্টেট ম্যানেজমেন্ট বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা পাশ হতে হবে অথবা কোনো হাসপাতাল / মেডিক্যাল প্রতিষ্ঠান / শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক রিলেশন / এস্টেট ম্যানেজমেন্ট / হাউজ কিপিং / স্টোর কিপিংয়ের কাজে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(৪) ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড টু, গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডেন্টাল মেকানিক / ম্যাক্সিলো ফেশিয়াল প্রস্থেটিক অ্যান্ড অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সেস বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ ডেন্টাল মেকানিক হিসেবে ডেন্টাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(৪) স্টেনোগ্রাফার, গ্রুপ সি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর কোনো সরকারি সংস্থা / প্রতিষ্ঠানে স্টেনোগ্রাফার পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ৫০ মিনিটের মধ্যে ইংরেজিতে বা ৬৫ মিনিটের মধ্যে হিন্দিতে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, ওবিসি ৩)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৬) নিউক্লিয়ার মেডিক্যাল টেকনোলজিস্ট, গ্রুপ সি: বিজ্ঞান শাখায় বি.এসসি পাশের পর মেডিক্যাল রেডিয়েশন অ্যান্ড আইসোটোপ টেকনিকে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(৭) স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড টু, গ্রুপ সি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের ১ বছরের কোর্স করে থাকতে হবে৷ ৫০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(৮) অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: বি.এসসি পাশ অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর নিম্নলিখিত যেকোনো একটি ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে — ওটি, আইসিইউ, সিএসএসডি, ম্যানিফোল্ড রুম৷ ৫০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৪ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(৯) জুনিয়র ফোটোগ্রাফার, গ্রুপ সি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফোটোগ্রাফিতে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ কোনো হাসপাতালে মেডিক্যাল ফটোগ্রাফির কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১০) ফার্মাসিস্ট গ্রেড টু, গ্রুপ সি: ফার্মাসি’তে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১১) টেকনিশিয়ান (রেডিয়োলজি), গ্রুপ বি: রেডিয়োগ্রাফিতে বি.এসসি (অনার্স) বা বি.এসসি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১২) অপথ্যালমিক টেকনিশিয়ান গ্রেড ওয়ান, গ্রুপ বি: অপথ্যালমিক টেকনিকে বি.এসসি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১৩) স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: স্ট্যাটিসটিক্সে এম.এসসি পাশ বা স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্স / ইকোনমিক্স / সোশিয়োলজিতে (স্টাটিসটিক্সের একটি পেপারসহ) এম.এ পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১৪) টেকনিশিয়ান (রেডিয়োথেরাপি) গ্রেড টু, গ্রুপ বি: রেডিয়োথেরাপি টেকনোলজিতে বি.এসসি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রেডিয়োথেরাপি টেকনোলজিতে ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১৫) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), গ্রুপ বি: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১৬) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), গ্রুপ বি: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১৭) জুনিয়র ইঞ্জিনিয়ার (এসি অ্যান্ড রেফ্রিজারেটর), গ্রুপ বি: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ সঙ্গে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে স্পেশালাইজড কোর্স করে থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১৮) স্টোর কিপার (জেনারেল), গ্রুপ বি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সংস্থায় স্টোর ও অ্যাকাউন্ট হ্যান্ডলিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মেটিরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(১৯) স্টোর কিপার (ড্রাগস), গ্রুপ বি: (ক) ফার্মাসিতে ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো হাসপাতালে বা ঔষধ কোম্পানিতে ঔষধ রক্ষণাবেক্ষণ ও বিতরণের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয় অথবা (খ) ফার্মাসিতে ডিপ্লোমা পাশের পর কোনো হাসপাতালে বা ঔষধ কোম্পানিতে ঔষধ রক্ষণাবেক্ষণ ও বিতরণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(২০) জুনিয়র ফিজিয়োথেরাপিস্ট / অক্যুপেশনাল থেরাপিস্ট, গ্রুপ বি: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফিজিয়োথেরাপি / অক্যুপেশনাল থেরাপিতে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(২১) মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড টু, গ্রুপ বি: সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(২২) অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, গ্রুপ বি: ফুড অ্যান্ড নিউট্রিশনে এম.এসসি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(২৩) পারফিউশনিস্ট, গ্রুপ বি: বি.এসসি পাশ হতে হবে৷ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান / অ্যাসোসিয়েশন / অথরিটি থেকে ক্লিনিক্যাল পারফিউশনে ১ বছরের ট্রেনিং নেওয়ার পর পারফিউশন টেকনোলজিস্টের বৈধ সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(২৪) প্রোগ্রামার, গ্রুপ বি: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি ডিগ্রি পাশ অথবা সায়েন্স / ম্যাথস বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷
(২৫) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, গ্রুপ এ: মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে৷ আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(২৬) অ্যাসিস্ট্যান্ট ব্লাড ট্রান্সফিউশন অফিসার, গ্রুপ এ: মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে৷ ব্লাড ব্যাঙ্কে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কোনো রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(২৭) ব্লাড ট্রান্সফিউশন অফিসার, গ্রুপ এ: মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে৷ ব্লাড ব্যাঙ্কে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কোনো রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(২৮) মেডিক্যাল ফিজিসিস্ট (নিউক্লিয়ার মেডিসিন বিভাগ), গ্রুপ এ: নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে এম.এসসি পাশ হতে হবে৷ এইআরবি স্বীকৃত আরএসও লেভেল টু সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(২৯) মেডিক্যাল ফিজিসিস্ট, গ্রুপ এ: (ক) ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর রেডিয়োলজিক্যাল / মেডিক্যাল ফিজিক্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কোনো রেডিয়েশন থেরাপি বিভাগে কমপক্ষে ১২ মাসের ইন্টার্নশিপ করে থাকতে হবে অথবা (খ) ফিজিক্সে ডিগ্রি পাশ হতে হবে৷ রেডিয়োলজিক্যাল / মেডিক্যাল ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে ও কোনো রেডিয়েশন থেরাপি বিভাগে কমপক্ষে ১২ মাসের ইন্টার্নশিপ করে থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৩০) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট, গ্রুপ এ: ক্লিনিক্যাল সাইকোলজিতে এম.ফিল পাশ অথবা এক্সপেরিমেন্টাল সাইকোলজি পেপারসহ সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশের পর মেডিক্যাল (ক্লিনিক্যাল) সাইকোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিতে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৩১) সায়েন্টিস্ট ওয়ান, গ্রুপ এ: (ক) ওবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট বিভাগ : জুলজি / রিপ্রোডাকটিভ বায়োলজি / ক্লিনিক্যাল এমব্রায়োলজি / বায়োটেকনোলজি / ফিজিয়োলজি / অ্যানাটমি / মাইক্রোবায়োলজি / ভেটেরিনারি সায়েন্সে প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (খ) ফার্মাকোলজি বিভাগ : ফার্মকোলজি / টক্সিকোলজি / মলিক্যুলার বায়োলজি / বায়োটেকনোলজি / বায়োকেমিস্ট্রি / এম. ফার্মা বিষয়ে প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ (গ) ল্যাব অঙ্কোলজি বিভাগ : বটানি / এগ্রিকালচার অ্যানথ্রোপলজি / ওশনোগ্রাফি বাদে লাইফ সায়েন্সের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৩২) সায়েন্টিস্ট টু, গ্রুপ এ: (ক) বিএসএল ২/৩ বিভাগ : বায়োলজিক্যাল বা লাইফ সায়েন্সের যে কোনো বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বিএসএল-৩ ও বিএসএল-৪ ল্যাবরেটরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ জার্নাল সাইটেশন রিপোর্টের তালিকাভুক্ত কোনো জার্নালে একক বা যৌথভাবে কোনো লেখা প্রকাশ করে থাকতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (খ) ফেসিলিটি ম্যানেজমেন্ট বিভাগ : ক্লিনিক্যাল রিসার্চ ম্যানেজমেন্ট / হেলথকেয়ার ম্যানেজমেন্ট / ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ জার্নাল সাইটেশন রিপোর্টের তালিকাভুক্ত কোনো জার্নালে একক বা যৌথভাবে কোনো লেখা প্রকাশ করে থাকতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৩৩) সায়েন্টিস্ট টু, গ্রুপ এ: অ্যানাটমি বিভাগ : জেনেটিক্স / বায়াটেকনোলজি বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ হিউম্যান জেনেটিক্স, মলিক্যুলার বায়োলজি, এপিজেনেটিক্স টেকনিকের ওপর কোনো লেখা প্রকাশ করে থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
উল্লিখিত সব পদের বেলায় বয়সের হিসেব করতে হবে ১৯ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.aiimsexams.ac.in ওয়েবসাইটে ৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও বুড়ো আঙুলের ছাপ স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ২৪০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ট্রান্সজাকশন / প্রসেসিং ফি অতিরিক্ত দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.aiimsexams.ac.in
Get details: Click Here