Advt. No. BSP-15(Rectt.)/22-23,
Bhilai Steel Plant (BSP), a flagship unit of Steel Authority of India Limited (SAIL) – a Maharatna Public Sector Enterprise invites online application from young Professionals/ Doctors for the following posts for its plant / hospital at Bhilai & for it’s different mines location:
Post: Various.
Total vacancy: 256.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 26th November TO 17th December, 2022.
…………………………………………………………………………………………………………
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সংস্থা ভিলাই স্টিল প্ল্যান্ট, চন্দ্রপুর ফেরো অ্যালয় প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি), অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান, অপারেটর কাম টেকনিশিয়ান, ব্লাস্টার, মাইনিং মেট, সার্ভেয়র, মাইনস ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার, কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট পদে ২৫৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি), এস ১ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর হেভি মোটর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফল ভাবে ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(২) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি) – হেভি ভেহিকেল ড্রাইভার (মাইনস), এস ১ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর হেভি মোটর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, তঃজাঃ ১)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফল ভাবে ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৩) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি), এস ১ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফিটার / ইলেকট্রিশিয়ান / ইনস্ট্রুমেন্ট মেকানিক / ইলেকট্রনিক মেকানিক ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই / এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: ফিটার – ২৮ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ ইলেকট্রিশিয়ান – ১৫ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইনস্ট্রুমেন্ট মেকানিক – ৩ (অসংরক্ষিত)৷ ইলেকট্রনিক মেকানিক – ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফল ভাবে ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৪) অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি), এস ৩ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মেকানিক্যাল / মেটালার্জি / কেমিক্যাল / ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন শাখায় পূর্ণ সময়ের ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: মেটালার্জি – ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩)৷ মেকানিক্যাল – ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২)৷ ইলেকট্রিক্যাল – ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২)৷ ইনস্ট্রুমেন্টেশন – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ কেমিক্যাল – ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ১৬,১০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৮,৩০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফল ভাবে ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(৫) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (বয়লার অপারেশন), এস ১ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়লার অ্যাটেন্ড্যান্টের দ্বিতীয় শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৭, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৬) অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার অপারেশন), এস ৩ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল / পাওয়ার প্ল্যান্ট / প্রোডাকশন / ইনস্ট্রুমেন্টেসন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়লার অ্যাটেন্ড্যান্টের প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৩ (জেনাঃ ২১, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(৭) ব্লাস্টার, এস ১ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা ব্লাস্টারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সার্টিফিকেট লাভের পর কোনো ওপেন কাস্ট মাইনসে ডিপ হোল ব্লাস্টিংয়ের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৫, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৮) মাইনিং মেট, এস ১ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা মাইনিং মেটের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সার্টিফিকেট লাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৮, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৯) অপারেটর কাম টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল সুপারভাইজার), এস ৩ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইলেকট্রিক্যাল সুপারভাইজারির কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৬, তঃউঃজাঃ ২)৷ বেতনক্রম: ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(১০) সার্ভেয়র, এস ৩ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মাইনিং / মাইনিং অ্যান্ড মাইনস সার্ভেতে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা মাইনস সার্ভেয়রের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(১১) মাইনস ফোরম্যান, এস ৩ গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মাইনিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা মাইনস ফোরম্যানের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(১২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি), ই-১ গ্রেড: সংশ্লিষ্ট শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশের পর কোনো কারখানায় ২ বছর হাতে কলমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: প্রথম বছর ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় বছর থেকে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(১৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিওই), ই-১ গ্রেড: মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল / পাওয়ার প্ল্যান্ট / প্রোডাকশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়লার অপারেটর ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: প্রথম বছর ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় বছর থেকে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(১৪) ডেপুটি ম্যানেজার (জিয়োলজি) – রোঘাট মাইনস, ই-২ গ্রেড: মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ মাইন ম্যানেজারের প্রথম শ্রেণির সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর কোনো নন-কোল মাইনে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷
(১৫) ডেপুটি ম্যানেজার (মাইনিং) – রোঘাট মাইনস, ই-২ গ্রেড: মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ মাইন ম্যানেজারের প্রথম শ্রেণির সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর কোনো নন-কোল মাইনে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷
(১৬) ম্যানেজার (ইলেকট্রিক্যাল – বার অ্যান্ড রড মিল), ই-৩ গ্রেড: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(১৭) ম্যানেজার (মেকানিক্যাল – বার অ্যান্ড রড মিল), ই-৩ গ্রেড: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(১৮) ম্যানেজার (মেকানিক্যাল – পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেন্টেন্যান্স), ই-৩ গ্রেড: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ ভাইব্রেশন অ্যানালিস্ট ক্যাট টু’র বৈধ সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(১৯) ম্যানেজার (হাইড্রলিক্স – মেন্টেন্যান্স অ্যান্ড ইউটিলিটিস), ই-৩ গ্রেড: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(২০) মেডিক্যাল অফিসার, ই-১ গ্রেড: এমবিবিএসপাশ হতে হবে৷ আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রথম বছর ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর থেকে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(২১) সিনিয়র মেডিক্যাল অফিসার, ই-২ গ্রেড: এমবিবিএসপাশ হতে হবে৷ জেনারেল মেডিসিন / জেনারেল সার্জারি / সাইকিয়াট্রি / অর্থোপেডিক্স / ইএনটি / ট্রান্সফিউশন মেডিসিন বিষয়ে পিজি ডিগ্রি / ডিএনবি পাশ হতে হবে৷ ট্রান্সফিউশন মেডিসিনের বেলায় প্যাথোলজিতে পিজি ডিগ্রি / ডিএনবি পাশ হতে হবে৷ পিজি ডিগ্রি / ডিএনবি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৮ বছরের মধ্যে৷ কনসালট্যান্ট / সিনিয়র মেডিক্যাল অফিসার পদের বিষয় অনুযায়ী শূন্যপদ: জেনারেল মেডিসিন – ২ (অসংরক্ষিত), অর্থোপেডিক্স – ১ (অসংরক্ষিত), জেনারেল সার্জারি – ২ (অসংরক্ষিত), সাইকিয়াট্রি – ১ (অসংরক্ষিত), ইএনটি – ১ (অসংরক্ষিত), ট্রান্সফিউশন মেডিসিন – ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷
(২২) কনসালট্যান্ট, ই-৩ গ্রেড: এমবিবিএসপাশ হতে হবে৷ জেনারেল মেডিসিন / জেনারেল সার্জারি / সাইকিয়াট্রি / অর্থোপেডিক্স / ইএনটি / ট্রান্সফিউশন মেডিসিন বিষয়ে পিজি ডিগ্রি / ডিএনবি পাশ হতে হবে৷ ট্রান্সফিউশন মেডিসিনের বেলায় প্যাথোলজিতে পিজি ডিগ্রি / ডিএনবি পাশ হতে হবে৷ পিজি ডিগ্রি / ডিএনবি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৪১ বছরের মধ্যে৷ কনসালট্যান্ট / সিনিয়র মেডিক্যাল অফিসার পদের বিষয় অনুযায়ী শূন্যপদ: জেনারেল মেডিসিন – ২ (অসংরক্ষিত), অর্থোপেডিক্স – ১ (অসংরক্ষিত), জেনারেল সার্জারি – ২ (অসংরক্ষিত), সাইকিয়াট্রি – ১ (অসংরক্ষিত), ইএনটি – ১ (অসংরক্ষিত), ট্রান্সফিউশন মেডিসিন – ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(২৩) সিনিয়র কনসালট্যান্ট (নিউরোসার্জারি), ই-৪ গ্রেড: নিউরো সার্জারিতে এমসিএইচ / ডিএনবি পাশ হতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৪৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৯০,০০০ টাকা থেকে ২,৪০,০০০ টাকা৷
(২৪) সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিয়োলজি), ই-৪ গ্রেড: কার্ডিয়োলজিতে ডিএম / ডিএনবি পাশ হতে হবে৷ বয়স: ১৭ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৪৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৯০,০০০ টাকা থেকে ২,৪০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় বয়সের হিসেব করতে হবে ১৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
শারীরিক মাপজোক: ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি) পদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬.৫ সেমি৷ বর্ণান্ধতা, ভাঙা হাঁটু, শরীরের ভেতর কোনো ধাতুর ইমপ্ল্যান্টেশন থাকলে আবেদন করবেন না৷ ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি) পদ বাদে অন্যান্য এস ১ গ্রেড ও এস ৩ গ্রেড পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, ওজন ৪৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৭৯ সেমি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪৩ সেমি, ওজন ৩৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭০ সেমি ও ফুলিয়ে ৭৩ সেমি৷ ই-১ গ্রেড, ই-২ গ্রেড, ই-৩ গ্রেড ও ই-৪ গ্রেড পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, ওজন ৪৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭২ সেমি ও ফুলিয়ে ৭৫ সেমি৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪৩ সেমি, ওজন ৩৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৭৯ সেমি৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.sail.co.in ওয়েবসাইটের Careers লিঙ্কে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি এস-১ গ্রেডের বেলায় ৩০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১০০ টাকা), এস-৩ গ্রেডের বেলায় ৫০০ টাকা (তঃজাঃ/ তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১৫০ টাকা), ই-১ গ্রেড ও তার থেকে বেসি গ্রেডের পদের বেলায় ৭০০ টাকা (তঃজাঃ/ তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.sail.co.in/
Get details: Click Here