Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

258 OFFICERS IN IB

Intelligence Bureau invites application for the following post.

Post: Assistant Central Intelligence Officer Grade-II/Technical

Total Vacancy: 258.

Eligibility: Valid GATE 2023/2024/2025 score card with BE/BTech degree or Master’s degree in the relevant streams.

Basic Pay: Rs. 44,900

Age Limit: 18 to 27 years (as on 16/11/2025).

Last Date of Online Application: 16th November, 2025.

………………………………….

ইন্টেলিজেন্স ব্যুরোয় ২৫৮ অফিসার

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শাখায় অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসারগ্রেড-II / টেকনিক্যাল পদে ২৫৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ নভেম্বর, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর অবশ্যই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে (গেট কোড-EC) বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে (গেট কোড-CS) গেট-২০২৩ /২০২৪ /২০২৫ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে, সঙ্গে ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি অথবা ইলেকট্রনিক্স বিষয়ে বা ইলেকট্রনিকস-সহ ফিজিক্স বিষয়ে এমএসসি ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷বয়স: ১৬ নভেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷বেতন: মূলবেতন ৪৪,৯০০টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: ১৬৮ (জেনাঃ ৭৪, তঃজাঃ ২৪, তঃউঃজাঃ ১২, ওবিসি ৪৪, আর্থিকভাবে অনগ্রসর ১৪)৷ (২) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি:  ৯০ (জেনাঃ ৪০, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mha.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷জেনারেল, আর্থিকভাবে অনগ্রসর ও ওবিসি প্রার্থীদের বেলায় পুরুষদের অনলাইনে / অফলাইনে দরখাস্তফি ১০০ ও প্রসেসিং চার্জ ১০০ টাকা জমা দিতে হবে৷অন্যান্য প্রার্থীদের বেলায় শুধু প্রসেসিং চার্জ ১০০ টাকা জমা দিতে হবে৷অফলাইনে ১৮ নভেম্বর,  ২০২৫ -এর মধ্যে এসবিআই ব্যাঙ্কের চালান জেনারেট করে ফি জমা দিতে হবে৷নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://xn--i1b5bzbybhfo5c8b4bxh.xn--11b7cb3a6a.xn--h2brj9c/en

Official Notification: Click Here

Share it :

Leave a Reply