Indian Coast Guard Region (East) invites applications for the following post.
Post: Civilian posts
Total Vacancy: 26
Eligibility: 10th/12th/ITI (post-wise different)
Age Limit: post-wise different
Pay Scale: post-wise different
Last Date of Receipt of Application: 28/11/2022
…………………………………….
ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজিয়ন (ইস্ট), চেন্নাই মাল্টি টাস্কিং স্টাফ, স্টোর কিপার গ্রেড-II, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), আইসিই ফিটার (সেমি-স্কিল্ড), ওয়েল্ডার (সেমি-স্কিল্ড), ইলেকট্রিক্যাল ফিটার / ইলেকট্রিশিয়ান (স্কিল্ড), মেশিনিস্ট (স্কিল্ড), টার্নার / মেক টার্নার (স্কিল্ড), কার্পেন্টার (স্কিল্ড), এমটি ফিটার / মেকানিক, শিপ ফিটার (সেমি-স্কিল্ড), শিট মেটাল ওয়ার্কার (সেমি-স্কিল্ড), ইলেকট্রিক্যাল ফিটার (সেমি-স্কিল্ড) পদে ২৬ জন সিভিলিয়ান নিয়োগ করবে৷ ২৮ নভেম্বর, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদের বেলায় ১৮ থেকে ২৫ বছর ও অন্যান্য পদের বেলায় ১৮ থেকে ২৭ বছর৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ (পিওন): মাধ্যমিক বা সমতুল পাশ ও অফিস অ্যাটেনড্যান্ট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(২) স্টোর কিপার গ্রেড-II: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(৩) সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে হালকা ও ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ২ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(৪) আইসিই ফিটার (সেমি-স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(৫) ওয়েল্ডার (সেমি-স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(৬) ইলেকট্রিক্যাল ফিটার / ইলেকট্রিশিয়ান (স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই স্বীকৃত ট্রেনিং কোর্স পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আইটিআই ট্রেনিং-এর সুযোগ না থাকলে সংশ্লিষ্ট ট্রেডে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি ট্রেড এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- তুতিকোরিন৷
(৭) মেশিনিস্ট (স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই স্বীকৃত ট্রেনিং কোর্স পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আইটিআই ট্রেনিং-এর সুযোগ না থাকলে সংশ্লিষ্ট ট্রেডে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি ট্রেড এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(৮) টার্নার / মেক টার্নার (স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই স্বীকৃত ট্রেনিং কোর্স পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আইটিআই ট্রেনিং-এর সুযোগ না থাকলে সংশ্লিষ্ট ট্রেডে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি ট্রেড এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- তুতিকোরিন৷
(৯) কার্পেন্টার (স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই স্বীকৃত ট্রেনিং কোর্স পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আইটিআই ট্রেনিং-এর সুযোগ না থাকলে সংশ্লিষ্ট ট্রেডে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি ট্রেড এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- তুতিকোরিন৷
(১০) এমটি ফিটার / মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(১১) মাল্টি টাস্কিং স্টাফ (মোটর ট্রান্সপোর্ট ক্লিনার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও মেকানিক্যাল ওয়ার্কশপে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে- মান্ডাপম৷
(১২) মাল্টি টাস্কিং স্টাফ (সুইপার): মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(১৩) মাল্টি টাস্কিং স্টাফ (প্যাকার): মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা (রিভাইজড)৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(১৪) শিপ ফিটার (সেমি-স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(১৫) শিট মেটাল ওয়ার্কার (সেমি-স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
(১৬) ইলেকট্রিক্যাল ফিটার (সেমি-স্কিল্ড): মাধ্যমিক বা সমতুল বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে- চেন্নাই৷
সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.indiancoastguard.gov.in ওয়েবসাইট-এ প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে যাবতীয় জরুরী নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ৫০ টাকার স্ট্যাম্প সহ নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম একত্রে একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST Of…………………………..’’ লিখে সাধারণ ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় -The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai- 600009৷ খামের উপর ক্যাটেগরি উল্লেখ করে দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.indiancoastguard.gov.in
Official Notification: Click Here