Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

26 HEALTH WORKERS IN JALPAIGURI

Memo. No. DHFWS/986/24

DHFWS, Jalpaiguri invites applications for the following contractual posts.

Post: GDMO, Medical Officer, Specialist Medical Officer, Multi Rehabilitation Worker, CHA-urban, Clinical Psychologist, Psychiatric, Cook cum Caretaker, Peer Support, Lower Division Assistant

Total Vacancy: 26

Eligibility:  Class 12 / Diploma/Graduate/PG in relevant disciplines.

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Walk-in-Interview dates: 23th, 27th, 28th, 29th August, 2024

জলপাইগুড়ি জেলায় ২৬ স্বাস্থ্যকর্মী

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কুক কাম কেয়ারটেকার, পিয়ার সাপোর্ট, জিডিএমও, মেডিক্যাল অফিসার, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, সাইকিয়াট্রিস্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ২৬ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷

যোগ্যতা: উচ্চমাধ্যমিক / ডিপ্লোমা / ডিগ্রি / মাস্টার ডিগ্রি  (পদ অনুযায়ী বিভিন্ন)৷

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷

শূন্যপদ: ২৬।

এককালীন বেতন: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন ও প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.jalpaigurihealth.com ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (রাজ্যের সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে- Account Holder Name: District Health & Family Welfare Samiti, Jalpaiguri, Account No. 442010100041511৷ দরখাস্ত ও দরখাস্ত ফি-র রসিদ এবং মাধ্যমিক থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), ভোটার কার্ড / আধার কার্ড / ঠিকানার প্রমাণপত্রের অরিজিনাল ও স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং একটি পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত ছবি নিয়ে নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ-এর জন্য উপস্থিত হতে হবে এই ঠিকানায়- Conference Hall, DRS Building (Near Pharmacy College), CMOH Office, Jalpaiguri।  পদ অনুযায়ী ইন্টারভিউ-এর তারিখ- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান, জিডিএমও, মেডিক্যাল অফিসার- ২৩ আগস্ট, ২০২৪; স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট- ২৭ আগস্ট, ২০২৪; মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার- ২৮ আগস্ট, ২০২৪; কুক কাম কেয়ারটেকার, পিয়ার সাপোর্ট- ২৯ আগস্ট, ২০২৪।

Official Website: www.jalpaigurihealth.com

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৪/৮/২০২৪)।

Share it :