Advt. No. R/Lecturer(WBAES)/29/2022
Online applications are invited for recruitment to the Post of Lecturer under Health & Family Welfare Department, Government of West Bengal.
Post: Lecturer.
Total vacancy: 26 (UR: 4, SC: 11, ST: 4, OBC-A 4, OBC-B: 2, PWD: 1).
Eligibility: A degree in Ayurved from a University or its equivalent as recognized under the Indian Medicine Central Council Act, 1970. A Post Graduate qualification in the subject or speciality concerned included in the Schedule to the Indian Medicine Central Council Act,1970, as amended time to time, from recognized University or Institute, established by law. Publications in recognized journals on the subject. Priority shall be given to the candidates having Doctoral in Ayurveda. Complete full time PhD desirable. Research experience of regular Doctors of Philosophy (Ph.D) may be considered equivalent to one year teaching experience.
Age: within 18 to 40 years (as on 01/01/2022).
Pay Scale: PB-4A, Rs. 15,600-42,000/- Grade pay-Rs.5, 400/- Level 16, Cell 1, Rs.56, 100/- as per ROPA, 2019. Other allowances admissible as per Govt. Rules.
Last Date of Online Application: 13th May, 2022 up to 1 pm.
…………………………………
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে২৬ জন ‘লেকচারার’ নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ মে, ২০২২ দুপুর ১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৭০ অনুযায়ী স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদ বিষয়ে ডিগ্রি পাশ ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট বিয়য়ে জার্নাল প্রকাশিত হয়ে থাকতে হবে৷ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ বা সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮২ থেকে ১ জানুয়ারি, ২০০৪ এর মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷
শূন্যপদ: ২৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৪, ওবিসি-এ ৪, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷
বেতনক্রম: মূল বেতন ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০, গ্রেড পে ৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ আবেদন ফি ২১০ টাকা অনলাইনে জিআরপিএস সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায়ের প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর)) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: http://www.wbhrb.in
Get details: Click Here





