Advt. No. ARCI/HRD/PMU/RECT/1/2022
International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials invites online applications from eligible candidates for the following posts.
Post: Project Coordinator, Project Analyst, Project Executive Assistant, Project Data Entry Operator, Project Multi-Tasking Staff.
Total vacancy: 26. Project Coordinator: 1, Project Analyst: 1, Project Executive Assistant: 10, Project Data Entry Operator: 10, Project Multi-Tasking Staff: 4.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 31st July, 2022.
……………………………….
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনস্থ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাডভান্স রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ মেটিরিয়ালস প্রোজেক্ট কোর্ডিনেটর, প্রোজেক্ট অ্যানালিস্ট, প্রোজেক্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, প্রোজেক্ট ডেটা এন্ট্র্রি অপারেটর, প্রোজেক্ট মাল্টি টাস্কিং স্টাফ পদে ২৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ৫ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জুলাই, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: পোস্ট কোড ১, প্রোজেক্ট কোর্ডিনেটর: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক পাশ অথবা বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিষয়ে এম.এসসি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর আইটি ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ম্যানেজমেন্টে ডিগ্রি থাকলে ভালো হয়৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৮০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন বা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷
পোস্ট কোড ২, প্রোজেক্ট অ্যানালিস্ট: সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন বা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷
পোস্ট কোড ৩, প্রোজেক্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট: কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক বা এমসিএ পাশ হতে হবে অথবা বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিষয়ে এম.এসসি পাশ হতে হবে অথবা বি.এসসি পাশ বা কম্পিউটার বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বি.ই / বি.টেক / এম.এসসি / এমসিএ পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর বা বি.এসসি বা ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে৷
পোস্ট কোড ৪, প্রোজেক্ট ডেটা এন্ট্রি অপারেটর: বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিষয়ে বি.এসসি পাশ বা কম্পিউটার বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ অথাব যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এসসি বা ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা বা অন্য যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশনের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৪,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে৷
পোস্ট কোড ৫, প্রোজেক্ট মাল্টি টাস্কিং স্টাফ: উচ্চমাধ্যমিক বা আইটিআই পাশের পর কোনো অফিস / শিল্পক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.arci.res.in/careers ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.arci.res.in/career
Get details: CLICK HERE