Advt. No. 01/2022
Online applications are invited for the following posts in Inter University Accelerator Centre.
Post: Scientist C, Engineer C, Junior Engineer.
Total vacancy: 26. Scientist C 14, Engineer C 7, Junior Engineer 5.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 5th March, 2022.
…………………………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারেরর শিক্ষা মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ইন্টার ইউনিভার্সিটি অ্যাক্সিলারেটর সেন্টার জুনিয়র ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সি ও সায়েন্টিস্ট সি পদে ২৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ মার্চ, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র ইঞ্জিনিয়ার: ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ দশম শ্রেণি থেকে প্রতি পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল / ট্রেড টেস্টের মাধ্যমে৷
(২) ইঞ্জিনিয়ার সি: সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পাশ হতে হবে৷ দশম শ্রেণি থেকে প্রতি পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লায়েন্সের ব্যবহারে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৩) সায়েন্টিস্ট সি: ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি’তে এম.এসসি পাশ হতে হবে৷ দশম শ্রেণি থেকে প্রতি পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লায়েন্সের ব্যবহারে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.iuac.res.in/vacancies ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ইঞ্জিনিয়ার পদের বেলায় ৫০০ টাকা ও বাকি দু’টি পদের বেলায় ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ জমা দেবার পর নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সম্পূর্ণ দরখাস্ত ২১ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.iuac.res.in/vacancies
Get details: Click Here