Advertisement No. CBR/2022 Dec/01
The Ramgarh Cantonment Board invites applications for the following posts.
Post: Safaiwala, Safai Mazdoor, Midwife, Electrician, LDC, Assistant Teacher, Sanitary Inspector, Assistant Computer Programmer, Pharmacist, Medical Officer.
Total vacancy: 26. Safaiwala: 14, Safai Mazdoor: 3, Midwife: 1, Electrician: 1, LDC: 1, Assistant Teacher: 2, Sanitary Inspector: 1, Assistant Computer Programmer: 1, Pharmacist: 1, Medical Officer: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 28th January, 2023.
……………………….
রামগড় ক্যান্টনমেন্ট বোর্ড সাফাইওয়ালা, সাফাই মজদুর, মিডওয়াইফ, ইলেকট্রিশিয়ান, এলডিসি, অ্যাসিস্ট্যান্ট টিচার, স্যানিটারি ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার প্রোগ্রামার, ফার্মাসিস্ট, মেডিক্যাল অফিসার পদে ২৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ ডিসেম্বর, ২০২২ থেকে ২৮ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাফাইওয়ালা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৪, বিসি ১, ইবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷
(২) সাফাই মজদুর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷
(৩) মিডওয়াইফ: কমপক্ষে ৪৫ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১৮ মাসের অক্সিলারি নার্স মিডওয়াইফের কোর্স করে থাকতে হবে৷ স্টেট নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷
(৪) ইলেকট্রিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷
(৫) এলডিসি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷
(৬) অ্যাসিস্ট্যান্ট টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ২ বছরের ডি.এল.এড বা ৪ বছরের বি.এল.এড বা ২ বছরের ডি.এড (স্পেশাল এডুকেশন) পাশ হতে হবে অথবা ৪৫ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর টেকনিক্যাল এডুকেশনে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ৫০ শতাংশ নম্বরসহ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / টেট পাশ করা আবশ্যক৷ ডি.এড (স্পেশাল এডুকেশন) বা বি.এড পাশ প্রার্থীদের চাকরিতে যোগদানের ৬ মাসের মধ্যে এলিমেন্টারি এডুকেশনে ব্রিজ কোর্স করে থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই সিটেট / স্টেট টেট পরীক্ষা পাশ করে থাকতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷
(৭) স্যানিটারি ইন্সপেক্টর: কেমিস্ট্রি / এগ্রিকালচার / অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে বি.এসসি পাশ ও স্যানিটেশন অ্যান্ড পাবলিক হাইজিন বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷
(৮) অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার প্রোগ্রামার: এমসিএ পাশ অথবা কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক পাশ অথবা গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পিজি ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৯) ফার্মাসিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ফার্মাসি’তে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ১৯৯৪ সালের আগে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ফার্মাসি’তে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ফার্মাসি’তে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷
(১০) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ মেডিক্যাল কাউন্সিল বোর্ডের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ কোনো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১ বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে৷ বয়স: ২৮ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা৷
সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ (ওবিসি ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ ১৫ বছর) বছর বয়সের ছাড় পাবেন)
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://ramgarh.cantt.gov.in বা www.mponline.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / প্রাক্তন সমরকর্মী / শারীরিক প্রতিবন্ধী / ট্রান্সজেন্ডার / মহিলা প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ramgarh.cantt.gov.in/recruitment/
Get details: Click Here