Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

262 STAFF VACANCIES IN OIL INDIA LIMITED   

ADVERTISEMENT NO. HRAQ/REC-WP-B/2025-105

Oil India Limited invites online applications for the various posts.

Post: various.

Total vacancy: 102.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 18th August, 2025.

………………………………………………….

অয়েল ইন্ডিয়া লিমিটেডে ২৬২

রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড গ্রেড থ্রি, গ্রেড ফাইভ ও গ্রেড সেভেন স্তরের বিভিন্ন পদে ২৬২ জন ওয়ার্কপার্সন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা:  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়লার অ্যাটেন্ডেন্টের দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে৷ অথবা  স্টেট পুলিশ / স্টেট আর্মড ফোর্স / ডিফেন্স / সিএপিএফ -এ কনস্টেবল জেনারেল ডিউটি বা তার থেকে উচ্চতর কোনো পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা নাগপুরের এনএফএসসি থেকে সাব অফিসার্স কোর্স করে থাকতে হবে৷ ভারী যান চালানোর বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ অথবা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্সপেক্টর কোর্স / হেলথ ইন্সপেক্টর কোর্স / স্যানিটারি  হেলথ ইন্সপেক্টর কোর্স / পাবলিক হেলথ স্যানিটাইজেশন কোর্স বিষয়ে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়লার অ্যাটেন্ড্যান্টের প্রথম শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে৷ অথবা বি.এসসি নার্সিং বা পোস্ট বেসিক বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ স্টেট নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা হিন্দি বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট পাশ হতে হবে ও গ্র্যাজুয়েশনে একটি বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে৷ হিন্দি ট্রান্সলেটর এর ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://oil-india.com/advertisement-list ওয়েবসাইটে৷  দরখাস্তের ফি ২০০ টাকা (কর অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.oil-india.com/advertisement-list

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply