Advt. No: ONGC/APPR/1/2025/
Oil and Natural Gas Corporation Limited invites online application for the following posts.
Post: Graduate Apprentice, Diploma Apprentice, Trade Apprentice.
Total vacancy:2623.
Eligibility: post wise different.
Age Limit: 18 to 24 years (as on 06/11/2025).
Stipend: post wise different.
Last Date of Online Application: 6th November, 2025.
………………………………………
ওএনজিসিতে২৬২৩অ্যাপ্রেন্টিস
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন অঞ্চলের দপ্তরে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা), ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্সমেকানিক, ফিটার, ফায়ার সেফটি টেকনিশিয়ান (অয়েল অ্যান্ড গ্যাস), ল্যাবকেমিস্ট / অ্যানালিস্ট – পেট্রোলিয়াম প্রোডাক্টস, মেকানিক ডিজেল, সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট – অয়েল অ্যান্ড গ্যাস, সিভিল এক্সিকিউটিভ, পেট্রোলিয়াম এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ এইচআর – অয়েল অ্যান্ড গ্যাস, ফায়ার সেফটি সুপারভাইজার (অয়েল অ্যান্ড গ্যাস), ইনস্ট্রুমেন্ট মেকানিক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক অটো ইলেকট্রনিক্স, মেকানিক ডিজেল, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, স্টেনোগ্রাফি (ইংলিশ), ইলেকট্রনিক এক্সিকিউটিভ, ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ, স্টোরকিপার, মেকানিক অটোইলেকট্রনিক্স, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), মেশিনিস্ট, মেকানিক ডিজেল, ড্রাফটসম্যান (সিভিল), সার্ভেয়র, ডেটা এন্ট্রি অপারেটর, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টোরকিপার ট্রেডে ২৬২৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷প্রার্থীরা যেকোনো একটি অঞ্চলের জন্যই আবেদন করতে পারবেন৷বয়স: ৬নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০বছর (ওবিসি হলে ১৩বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ নভেম্বর, ২০২৫ এর মধ্যে৷
ট্রেড অনুযায়ী যোগ্যতা: (১) লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷
(২) মেকানিক অটোইলেকট্রনিক্স: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(৩) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(৪) ড্রাফটসম্যান (সিভিল): সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৫) ইলেকট্রিশিয়ান :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(৬) ইলেকট্রনিক্স মেকানিক :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(৭) ফিটার: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(৮) ইনস্ট্রুমেন্ট মেকানিক :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৯) ফায়ার সেফটি টেকনিশিয়ান (অয়েল অ্যান্ড গ্যাস): সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১০) মেশিনিস্ট :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১১) মেকানিক রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অফ ভেহিকেল :মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১২) মেকানিক ডিজেল: ডিজেল মেকানিক ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১৩) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (কার্ডিয়োলজি) :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১৪) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি) :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১৫) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (রেডিয়োলজি) :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১৬) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১৭) স্টেনোগ্রাফার (ইংলিশ) :সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১৮) সার্ভেয়র: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(১৯) ওয়েল্ডার (অয়েল অ্যান্ড গ্যাস) :ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
(২০) এক্সিকিউটিভ ফিন্যান্স (অয়েল অ্যান্ড গ্যাস) :বি.কম পাশ হতে হবে৷
(২১) ল্যাবকেমিস্ট / অ্যানালিস্ট (পেট্রোলিয়ামপ্রোডাক্টস) :বি.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷
(২২) এক্সিকিউটিভ এইচআর (অয়েল অ্যান্ড গ্যাস): বিবিএ ডিগ্রি পাশ হতে হবে৷
(২৩) সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট – অয়েল অ্যান্ড গ্যাস: গ্র্যাজুয়েট হতে হবে৷
(২৪) ফায়ার সেফটি সুপারভাইজার – অয়েল অ্যান্ড গ্যাস: ডিপ্লোমা পাশ হতে হবে৷
(২৫) কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ (অয়েল অ্যান্ড গ্যাস) :সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(২৬) ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ (অয়েল অ্যান্ড গ্যাস): সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(২৭) ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ (অয়েল অ্যান্ড গ্যাস) :সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(২৮) ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ (অয়েল অ্যান্ড গ্যাস) :সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(২৯) মেকানিক্যাল এক্সিকিউটিভ (অয়েল অ্যান্ড গ্যাস) : সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(৩০) অ্যাকাউন্টস এক্সিকিউটিভ :বি.কম পাশ হতে হবে৷
(৩১) স্টোরকিপার (পেট্রোলিয়াম প্রোডাক্টস) :গ্র্যাজুয়েট হতে হবে৷
(৩২) কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) :সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(৩৩) ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) :সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(৩৪) সিভিল এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) :সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(৩৫) ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) :সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(৩৬) ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) :সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(৩৭) মেকানিক্যাল এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) :সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
(৩৮) পেট্রোলিয়াম এক্সিকিউটিভ :জিয়োলজি বিষয়-সহ গ্র্যাজুয়েট হতে হবে৷
(৩৪) সিভিল এক্সিকিউটিভ (ডিপ্লোমা) :সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷
স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ১২ মাসের ট্রেনিং হবে৷ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাওয়া যাবে৷গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রার্থীরা প্রতিমাসে ১২,৩০০ টাকা, ডিপ্লোমা পাশ প্রার্থীরা প্রতিমাসে ১০,৯০০ টাকা ও ট্রেড অ্যাপ্রেন্টিস (দশম / দ্বাদশ পাশ) প্রার্থীরা প্রতিমাসে ৮,২০০টাকা, ট্রেড অ্যাপ্রেন্টিস (১ বছরের আইটিআই পাশ) প্রার্থীরা প্রতিমাসে ৯,৬০০ টাকা, ট্রেড অ্যাপ্রেন্টিস (২ বছরের আইটিআই পাশ) প্রার্থীরা প্রতিমাসে ১০,৫৬০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
সেক্টর ও ওয়ার্ক সেন্টার অনুযায়ী শূন্যপদের বিন্যাস : (ক) সেন্ট্রাল সেক্টর: (১) কলকাতা সেন্টার: মোট শূন্যপদ ২৬৷কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – ১০৷ইলেকট্রিশিয়ান – ২৷ফিটার – ২৷মেকানিক ডিজেল – ২৷সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট (অয়েল অ্যান্ড গ্যাস) – ১০৷
(২) আগরতলা: মোট শূন্যপদ ২০০৷কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – ৪২৷ড্রাফটসম্যান (সিভিল) – ৭৷ইলেকট্রিশিয়ান – ১৮৷এক্সিকিউটিভ ফিন্যান্স (অয়েল অ্যান্ড গ্যাস) – ৯৷ফায়ার সেফটি টেকনিশিয়ান (অয়েল অ্যান্ড গ্যাস) -৫৷ফিটার – ২৫৷ইনস্ট্রুমেন্ট মেকানিক – ৮৷মেকানিক ডিজেল – ২১৷মেকানিক (মোটর ভেহিকেল) – ৪৷মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং – ২৷মেশিনিস্ট – ৪৷সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট (অয়েল অ্যান্ড গ্যাস) – ৪৷সার্ভেয়র – ৮৷ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) – ১১৷ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) – ৭৷ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) – ৪৷মেকানিক্যাল এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) – ১৫৷
(৩) বোকারো সেন্টার: মোট শূন্যপদ ২৭৷ইলেকট্রিশিয়ান – ২৷ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভ (অয়েল অ্যান্ড গ্যাস) – ১৷ফিটার – ২৷ফায়ার সেফটি টেকনিশিয়ান (অয়েল অ্যান্ড গ্যাস) – ৪৷ল্যাবকেমিস্ট / অ্যানালিস্ট – পেট্রোলিয়াম প্রোডক্টস – ১৷মেকানিক ডিজেল – ২৷মেকানিক্যাল এক্সিকিউটিভ (অয়েল অ্যান্ড গ্যাস) – ১৷সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট (অয়েল অ্যান্ড গ্যাস)- ৭৷অ্যাকাউন্টস এক্সিকিউটিভ – ৩৷সিভিল এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) – ১৷সিভিল এক্সিকিউটিভ (ডিপ্লোমা) – ১৷ইলেকট্রনিক এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) – ১৷মেকানিক্যাল এক্সিকিউটিভ (গ্র্যাজুয়েট) – ১৷
(খ) নর্দার্ন সেক্টর: (১) দেরাদুন সেন্টার: মোট শূন্যপদ ১২০৷ (২) ওভিএল দিল্লি সেন্টার: মোট শূন্যপদ ২০৷ (৩) দিল্লি সেন্টার: মোট শূন্যপদ ১৯৷ (৪) যোধপুর সেন্টার: মোট শূন্যপদ ৬৷
(গ) মুম্বই সেক্টর: (১) মুম্বাই সেন্টার: মোট শূন্যপদ ৩৫২৷ (২) পানভেল সেন্টার: মোট শূন্যপদ ১৫৷ (৩) নাভা সেন্টার: মোট শূন্যপদ ১৮৷ (৪) গোয়া: মোট শূন্যপদ ৩২৷ (৫) হাজিরা সেন্টার: মোট শূন্যপদ ৭৭৷ (৬) উরান সেন্টার: মোট শূন্যপদ ৭৫৷
(ঘ) ওয়েস্টার্ন সেক্টর: (১) ক্যাম্বে সেন্টার: মোট শূন্যপদ ৪৮৷ (২) বদোদরা: মোট শূন্যপদ ৭৬৷ (৩) আঙ্কেলেশ্বর: মোট শূন্যপদ ২৮৮৷ (৪) আমেদাবাদ সেন্টার: মোট শূন্যপদ ২৩২৷ (৫) মেহসানা সেন্টার: মোট শূন্যপদ ২১২৷
(ঙ) ইস্টার্ন সেক্টর: (১) জোরহাট সেন্টার: মোট শূন্যপদ ১৫৷ (২) শিলচর সেন্টার: মোট শূন্যপদ ৭৩৷ (৩) নাজিরা অ্যান্ড শিবসাগর: মোট শূন্যপদ ৩৭০৷
(চ) সাদার্ন সেক্টর: (১) চেন্নাই সেন্টার: মোট শূন্যপদ ৪০৷ (২) কাকিনাড়া সেন্টার: মোট শূন্যপদ ৭৬৷ (৩) রাজামুন্ড্রি: মোট শূন্যপদ ৫৩৷ (৪) করাইকাল: মোট শূন্যপদ ১৫৩৷
প্রার্থীরা যেকোনো একটি অঞ্চলের যেকোনো একটি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন৷যেঅঞ্চলের জন্য আবেদন করবেন প্রার্থীকে অবশ্যই সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে বা সেখান থেকেই শিক্ষালাভ করে থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি :দরখাস্ত করতে হবে অনলাইনে www.ongcapprentices.ongc.co.in ওয়েবসাইটে৷উক্ত ওয়েবসাইটে স্কিলইন্ডিয়া পোর্টালের https://apprenticeshipindia.gov.in) ডাইভারসন লিঙ্ক দেওয়া আছে৷প্রার্থীদের ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটি সিলেক্ট করে দরখাস্ত করতে হবে৷৩০ থেকে ৩৪ সিরিয়াল নম্বর পর্যন্ত ট্রেডের বেলায় প্রার্থীদের আগে https://nats.education.gov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইটগুলি৷
Official Website: https://ongcindia.com/
Official Notification: Click Here





