Advt. No. : NGT/PB/07/Admn/2014/209
National Green Tribunal invites applications from eligible candidates for the following posts.
Post: Assistant (Judicial), Stenographer Grade 1, Hindi Translator, Librarian, Stenographer Grade 2, Staff Car Driver.
Total vacancy: 27. Assistant (Judicial): 6, Stenographer Grade 1: 4, Hindi Translator: 1, Librarian: 2, Stenographer Grade 2: 9, Staff Car Driver: 5.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Submit Application : 25th July, 2022 till 5 pm.
……………………………………………..
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বিভিন্ন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড ১, হিন্দি ট্রান্সলেটর, লাইব্রেরিয়ান, স্টেনোগ্রাফার গ্রেড ২, স্টাফ কার ড্রাইভার পদে ২৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ জুলাই, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট (জুডিশিয়াল): আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে ৬ মাসের কোর্স করে থাকতে হবে৷ এনভায়রনমেন্টাল স্টাডিজে ডিগ্রি পাশ বা এনভায়রনমেন্টাল ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷
(২) স্টেনোগ্রাফার গ্রেড ১: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্টকরে নিতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে ৬ মাসের কোর্স করে থাকতে হবে৷ আইন বিষয়ে ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷
(৩) হিন্দি ট্রান্সলেটর: হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদ করার ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে বা ওই কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৩ থেকে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত) ৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷
(৪) লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো লাইব্রেরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷
(৫) স্টেনোগ্রাফার গ্রেড ২: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করে নিতে হবে৷ বয়স: ২১ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷
(৬) স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ মোটর গাড়ি ড্রাইভিংয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা ও মোটর মেকানিজমের জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
বয়সের হিসেব করতে হবে ২৫ জুলাই, ২০২২ অনুযায়ী৷ উল্লিখিত সব পদের ক্ষেত্রেই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.greentribunal.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – To The Registrar General, National Green Tribunal, Principal Bench, Faridkot House, Copernicus Marg, New Delhi – 110001৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://greentribunal.gov.in/job-opening
Get details: Click Here