Advt. No.: 04/2024
WBPSC invites application for recruitment to the following post.
Post: Technical Officer (Textiles)
Total Vacancy: 27
Eligibility: Diploma / Degree in Handloom / Textiles Technology.
Age limit: 36 years as on 1/1/2024
Pay scale: Rs. 35,800 – Rs. 92,100
Last Date of Online Application: 2/4/2024 till 3 pm
Application Fee: Rs. 210 (SC/ST/PwD candidates are exempted)
রাজ্যে ২৭ টেকনিক্যাল অফিসার
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অধীনে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করবে৷
পদের নাম: টেকনিক্যাল অফিসার (টেক্সটাইল)
শূন্যপদ: ২৭ (জেনাঃ ১০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ২, আর্থিকভাবে অনগ্রসর ৩, শারীরিক প্রতিবন্ধী ১)৷
যোগ্যতা: হ্যান্ডলুম বা টেক্সটাইল টেকনোলজি শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা হ্যান্ডলুম বা টেক্সটাইল টেকনোলজি শাখায় ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের অবশ্যই বাংলা / নেপালি ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানা চাই৷
বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে৷
বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে http://wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে।
দরখাস্ত ফি: ২১০ টাকা৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷
অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ: ২ এপ্রিল, ২০২৪ দুপুর ৩টে-র মধ্যে৷
Official Website: http://wbpsc.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬/৩/২০২৪)।