Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

278 GRADUATE / DIPLOMA APPRENTICES IN HAL

Adv.No. –HAL/T&D/1614/2025-26/251

Hindustan Aeronautics Limited (HAL) is inviting applications for the following post.

Post: Engineering Graduate Apprentice, Diploma Apprentices, Non-Technical Graduate Apprentice.

Total Vacancy: 278. Engineering Graduate Apprentice: 130, Diploma Apprentices: 60, Non-Technical Graduate Apprentice: 88.

Eligibility: Diploma/Graduation in relevant disciplines (post-wise different).

Training Period: 1 Year

Stipend: post wise different.

Last date of Online Application: 10th August, 2025

…………………………………………………………….

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ২৭৮ ডিপ্লোমা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল), নাসিক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, নন-টেকনিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ২৭৮ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা:  ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে সংশ্লিষ্ট শাখায় ৪ বছরের বি.ই / বি.টেক বা বি.ফার্মা পাশ হতে হবে বা মধ্যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে বা সংশ্লিষ্ট বিষয়ে ৩ / ৪ বছরের গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

আবেদন : প্রার্থীদের প্রথমে https://nats.education.gov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং নিজেদের স্টুডেন্ট আইডি / এনরোলমেন্ট নম্বর লিখে নিতে হবে৷ এর জন্য প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ এরপর স্টুডেন্ট আইডি / এনরোলমেন্ট নম্বর নিয়ে নিম্নলিখিত গুগল লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে https://docs.google.com/forms/d/e/1FAIpQLScfjWgg36NOBQKwhqRFLRBHOTRRaBB_F2bjoimv6pICSV_ 3g/viewform?usp=header৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টি আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য www.hal-india.co.in ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://www.hal-india.co.in/career-details

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply