Advt. No.GROUPC/CT/ 2021
Border Security Force invites online application for recruitment to the following post.
Post: Constable (Tradesman).
Total Vacancy: 2788 (Male: 2651, Female: 137)
Eligibility: Matriculation or equivalent from a recognized University or Board with:- (i) Two years work experience in respective trades; (OR) (ii) One year certificate course from Industrial Training Institute/ Vocational Institute with at least one year experience in the trade; (OR) (iii) Two years Diploma from Industrial Training Institute in the trade or similar trade.
Age limit: 18 to 23 years (as on 01/08/2021).
Pay scale: Rs. 21,700 – Rs. 69,100.
Last Date of Receipt of Online Application: 1 March, 2022 upto 5pm.
……………………………………………………….
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স ‘কনস্টেবল (ট্রেডসমেন)’ পদে ২৭৮৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে কোনো স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ১ বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট / একই ধরনের ২ বছরের ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন৷ শারীরিক মাপজোক : ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৭.৫ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮৩ সেমি ও না ফুলিয়ে ৭৮ সেমি (তপশিলি উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ের জন্য উচ্চতা ১৬২.৫ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮১ সেমি ও না ফুলিয়ে ৭৬ সেমি)৷ সিকিম, নাগাল্যান্ড, অরুনাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, অসম, হিমাচল প্রদেশ, জম্বু ও কাশ্মীর রাজ্যের ছেলেদের ও গাড়োয়ালি, কুমায়নি, গোর্র্খ, ডোগরা, মারাঠা সম্প্রদায়ভুক্ত ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮৩ সেমি ও না ফুলিয়ে ৭৮ সেমি হতে হবে৷ উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে৷ মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি (তপশিলি উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ের জন্য উচ্চতা ১৫০ সেমি)৷সিকিম, নাগাল্যান্ড, অরুনাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, অসম, হিমাচল প্রদেশ, জম্বু ও কাশ্মীর রাজ্যের মেয়েদের ও গাড়োয়ালি, কুমায়নি, গোর্র্খ, ডোগরা, মারাঠা সম্প্রদায়ভুক্ত মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি৷ উচ্চতার সঙ্গে সমানুপাতিক হারে ওজন হতে হবে৷
পদ অনুযায়ী শূন্যপদ : ছেলেদের বেলায় — মোট শূন্যপদ – ২৬৫১৷ (১) কনস্টেবল (কবলার)- ৮৮ (জেনাঃ ৪০, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ (২) কনস্টেবল (টেলর)- ৪৭ (জেনাঃ ২৫, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ২, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৩) কনস্টেবল (কুক)- ৮৯৭ (জেনাঃ ৩৮০, তঃজাঃ ১৪৪, তঃউঃজাঃ ৭৬, ওবিসি ২০৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮৯)৷ (৪) কনস্টেবল (ডব্লু/সি) -৫১০ (জেনাঃ ২১৩, তঃজাঃ ৮৩, তঃউঃজাঃ ৪৩, ওবিসি ১২৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৮)৷ (৫) কনস্টেবল (ওয়াশারম্যান)-৩৩৮ (জেনাঃ ১৪৭, তঃজাঃ ৫৫, তঃউঃজাঃ ২৪, ওবিসি ৭৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৫)৷ (৬) কনস্টেবল (বার্বার)- ১২৩ (জেনাঃ ৫৪, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ৮, ওবিসি ৩০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৩)৷ (৭) কনস্টেবল (সুইপার- ৫১৭ (জেনাঃ ২৬৩, তঃজাঃ ৯৬, তঃউঃজাঃ ৫১, ওবিসি ১৪৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬০)৷ (৮) কনস্টেবল (কার্পেন্টার)- ১৩ (জেনাঃ ১১, ওবিসি ২)৷ (৯) কনস্টেবল (পেন্টার)-৩ (অসংরক্ষিত)৷ (১০) কনস্টেবল (ইলেকট্রিশিয়ান)-৪ (অসংরক্ষিত)৷ (১১) কনস্টেবল (ড্রাফটসম্যান)-১ (অসংরক্ষিত)৷ (১২) কনস্টেবল (ওয়াকার)-৬ (অসংরক্ষিত)৷ (১৩) কনস্টেবল (মালি)-৪ (অসংরক্ষিত)৷ মেয়েদের বেলায় — মোট শূন্যপদ – ১৩৭৷ (১) কনস্টেবল (কবলার)- ৩ (অসংরক্ষিত)৷ (২) কনস্টেবল (টেলার)- ২ (অসংরক্ষিত)৷ (৩) কনস্টেবল (কুক)- ৪৭ (জেনাঃ ২৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৪) কনস্টেবল (ডব্লু/সি)- ২৭ (জেনাঃ ১৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫)৷ (৫) কনস্টেবল (ওয়াশারম্যান)- ১৮ (জেনাঃ ১৫, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৬) কনস্টেবল (বার্বার)- ৭ (অসংরক্ষিত)৷ (৭) কনস্টেবল (স্যুইপার)- ৩৩ (জেনাঃ ২০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
বেতন : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে 1মার্চ, ২০২২ এর মধ্যে৷ প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://rectt.bsf.gov.in/
Official Notification: Click Here