Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

28 EMPLOYEES IN NITI AYOG / নীতি আয়োগে ২৮ কর্মী

NITI Ayog is inviting applications for the following posts.

Post: Young Professional, Consultant Grade I

Total Vacancy: 28

Eligibility: Graduate/PG in relevant streams.

Age limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Online Application: 14/10/2022.

……………………………..

নীতি আয়োগ ইয়ং প্রফেশনাল কনসালট্যান্ট গ্রেড I পদে ২৮ জন কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে ২ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও, পরবর্তীতে ৫ বছর পর্যন্ত বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইয়ং প্রফেশনাল: সায়েন্স / ইকোনমিক্স / স্ট্যাটিসটিকস / অপারেশন রিসার্চ / পাবলিক পলিসি / ডেভেলপমেন্ট স্টাডিজ / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / সমতুল বা বিই / বিটেক বা এমবিবিএস বা এলএলবি বা সিএ বা আইসিডব্লুএ বা উচ্চমাধ্যমিকের পরে ৪ বছরের যে কোনো প্রফেশনাল ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের বেশী কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২৷ বেতন: ৭০,০০০ টাকা৷

(২) কনসালট্যান্ট গ্রেড I: সায়েন্স / ইকোনমিক্স / স্ট্যাটিসটিকস / অপারেশন রিসার্চ / পাবলিক পলিসি / ডেভেলপমেন্ট স্টাডিজ / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / সমতুল বা বিই / বিটেক বা এমবিবিএস বা এলএলবি বা সিএ বা আইসিডব্লুএ বা উচ্চমাধ্যমিকের পরে ৪ বছরের যে কোনো প্রফেশনাল ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷ বেতন: ৮০,০০০ টাকা থেকে ১,৪৫,০০০ টাকা পর্যন্ত৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.niti.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.niti.gov.in

Official NotificationClick Here

Apply Online: Click Here

Share it :