Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

28 OFFICERS IN RBI

Advt. No. RBISB/DA/02/2025-26

Reserve Bank of India invites online applications for the following posts.

Post: Legal Officer in Grade ‘B’, Manager (Technical-Civil) in Grade ‘B’, Manager (Technical-Electrical) in Grade ‘B’, Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’, Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’.

Total vacancy: 28. Legal Officer in Grade ‘B’: 5, Manager (Technical-Civil) in Grade ‘B’: 6, Manager (Technical-Electrical) in Grade ‘B’: 4, Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’: 3, Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’: 10.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay scale: post wise different.

Application Fee: Rs. 600 (Rs. 100 for SC/ST/PWD)

Last Date of Online Application: 31st July, 2025 till 6 pm.

………………………………………….

রিজার্ভ ব্যাঙ্কে ২৮ অফিসার

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক লিগ্যাল অফিসার গ্রেড- বি, ম্যানেজার গ্রেড বি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে ২৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬টার মধ্যে৷

যোগ্যতা:  কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ নম্বর) আইন শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা দ্বিতীয় শ্রেণীর নম্বর-সহ হিন্দি / হিন্দি ট্রান্সলেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা  দ্বিতীয় শ্রেণীর নম্বর-সহ ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে ও অনুবাদ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে অথবা  দ্বিতীয় শ্রেণীর নম্বর-সহ সসৃকত / ইকোনমিক্স / কমার্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে ও অনুবাদ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে অথবা ইংরেজি ও হিন্দি / হিন্দি ট্রান্সলেশন উভয় বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা প্রার্থীদের অবশ্যই আর্মি / নেভি / এয়ারফোর্সে অফিসার হিসেবে ১০ বছর (শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫ বছর) কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৬০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ জিএসটি অতিরিক্ত৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://opportunities.rbi.org.in/scripts/vacancies.aspx

Official Notification: Click Here

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply