Online applications are invited from eligible male candidates for the following posts (Advt. No. A.5/Pers-Rectt/Water Wing Rectt-2022/2022).
Post: Sub-Inspector (Master), Sub-Inspector (Engine Driver), Sub-Inspector (Workshop), Head Constable (Master), Head Constable (Engine Driver), Head Constable (Workshop), Constable (Crew).
Total vacancy: 281. Sub-Inspector (Master): 8, Sub-Inspector (Engine Driver): 6, Sub-Inspector (Workshop): 2, Head Constable (Master): 52, Head Constable (Engine Driver): 64, Head Constable (Workshop): 19, Constable (Crew): 130.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 28th June, 2022.
……………………………………
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সীমান্ত রক্ষী বাহিনী’তে সাব-ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল পদে ২৮১ জন ছেলে নিয়োগ করা হবে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (১) সাব-ইন্সপেক্টর (মাস্টার) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সেন্ট্রাল / স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে প্রদত্ত সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেটথাকতে হবে৷ বয়স : ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২) সাব-ইন্সপেক্টর (ইঞ্জিন ড্রাইভার) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সেন্ট্রাল / স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা মার্সেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে প্রদত্ত ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৩) সাব-ইন্সপেক্টর (ওয়ার্কশপ) : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে অথবা মেকানিক্যাল / মেরিন / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৪) হেড কনস্টেবল (মাস্টার) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সারেং সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫২ (জেনাঃ ২৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৭, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৫) হেড কনস্টেবল (ইঞ্জিন ড্রাইভার) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৪ (জেনাঃ ৩২, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৬, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৬) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: মেকানিক (ডিজেল / পেট্রোল ইঞ্জিন)- ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১), ইলেকট্রিশিয়ান – ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১), এসি টেকনিশিয়ান – ১ (অসংরক্ষিত), ইলেকট্রনিক্স – ১ (অসংরক্ষিত), মেশিনিস্ট- ১ (অসংরক্ষিত), কার্পেন্টার – ২ (অসংরক্ষিত), প্লাম্বার – ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৭) কনস্টেবল (ক্রু) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ২৬০ অশ্বশক্তির কম শক্তির বোটে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ গভীর জলে ভালো সাঁতার কাটতে দক্ষ হতে হবে৷ বয়স : ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: ১৩০ (জেনাঃ ৯২, তঃজাঃ ১৪, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নিজের নাম, বাবা ও মায়ের নাম, জন্ম তারিখ মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র অনুযায়ী দরখাস্তে লিখতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি সাব-ইন্সপেক্টর পদের বেলায় ২০০ টাকা ও হেড কনস্টেবল ও কনস্টেবল পদের বেলায় ১০০ টাকা জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও বিএফএফে কর্মরতদের কোনো ফি লাগবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ দরখাস্ত করার তারিখ, শারীরিক মাপজোক, প্রার্থী বাছাই পদ্ধতি উল্লিখিত ওয়েবসাইটে পরে জানানো হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://rectt.bsf.gov.in
Get details: Click Here