Advt. No. GAIL/OPEN/MISC/01/2022
GAIL (India) Limited invites application for the following post.
Posts: Jr. Engineer, Foreman, Technician, Jr. Chemist, Technical Assistant, Jr. Superintendent, Assistant, Operator.
Total Vacancy: 282
Eligibility: Degree/Diploma in relevant fields with experience.
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Application Fee: Rs. 50 (Nil for SC/ST, PwBD)
Last Date of Receipt of Application: 15/09/2022 till 6pm.
…………………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল (ইন্ডিয়া) লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল), জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), ফোরম্যান (ইলেকট্রিক্যাল), ফোরম্যান (ইনস্ট্রুমেন্টেশন) ফোরম্যান মেকানিক্যাল), ফোরম্যান (সিভিল) জুনিয়র সুপারিনটেন্ডেন্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ), জুনিয়র সুপারিনটেন্ডেন্ট (এইচআর), জুনিয়র কেমিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি), অপারেটর (কেমিক্যাল), টেকনিশিয়ান-ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান-ইনস্ট্রুমেন্টেশন, টেকনিশিয়ান-মেকানিক্যাল, টেকনিশিয়ান-টেলিকম অ্যান্ড টেলিমেট্রি, অপারেটর (ফায়ার), অ্যাসিস্ট্যান্ট (স্টোর অ্যান্ড পারচেস), অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট পদে ২৮২ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত পাঠাতে হবে ১৫ সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬টা-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিশিয়ান-মেকানিক্যাল: মাধ্যমিক পাশ ও ফিটার / ডিজেল মেকানিক / মেশিনিস্ট / টার্নার ট্রেডে আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৮ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(২) অপারেটর (কেমিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথেমেটিক্স বিষয়সহ বিএসসি পাশ হতে হবে বা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রি বিষয়ে বিএসসি (অনার্স) পাশ হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯ (জেনাঃ ১১, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৩) টেকনিশিয়ান-ইলেকট্রিক্যাল: মাধ্যমিক পাশ ও ইলেকট্রিক্যাল / ওয়্যারম্যান ট্রেডে আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৫ (জেনাঃ ১৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৪) অপারেটর (ফায়ার): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও ৬ মাসের ফায়ারম্যানস ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে ভারী যান / দমকলের গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অগ্নিনির্বাপণের জন্য ব্যবহৃত যন্ত্রাদি চালনার কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৫) অ্যাসিস্ট্যান্ট (স্টোর অ্যান্ড পারচেস): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিসসহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৯, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৬) অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বিকম ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিসসহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৭) টেকনিশিয়ান-ইনস্ট্রুমেন্টেশন: মাধ্যমিক পাশ ও ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৯, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৮) টেকনিশিয়ান (টেলিকম অ্যান্ড টেলিমেট্রি): মাধ্যমিক পাশ ও ইলেকট্রনিকস / টেলিকমিউনিকেশন ট্রেডে আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৯) মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে বিবিএ / বিবিএস / বিবিএম ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিসসহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(১০) ফোরম্যান (ইনস্ট্রুমেন্টেশন): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৯)৷ বেতনক্রম: ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(১১) জুনিয়র সুপারিনটেন্ডেন্ট (এইচআর): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ তিন বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিসসহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(১২) জুনিয়র সুপারিনটেন্ডেন্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ হিন্দি সাহিত্যে তিন বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ইংরাজি অন্যতম একটি বিষয় হিসেবে থাকতে হবে৷ এমএস অফিসসহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতনক্রম: ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(১৩) জুনিয়র কেমিস্ট: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩)৷ বেতনক্রম: ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(১৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি বিষয়সহ বিএসসি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (তঃজাঃ)৷ বেতনক্রম: ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(১৫) ফোরম্যান (মেকানিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল / ম্যানুফ্যাকচারিং / মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(১৬) ফোরম্যান (ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(১৭) ফোরম্যান (সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি-এনসিএল)৷ বেতনক্রম: ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(১৮) জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল / পেট্রোকেমিক্যাল / কেমিক্যাল টেকনোলজি / পেট্রোকেমিক্যাল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ৩৫,০০০ টাকা থেকে ১,৩৮,০০০ টাকা৷
(১৯) জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল / ম্যানুফ্যাকচারিং / মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ৩৫,০০০ টাকা থেকে ১,৩৮,০০০ টাকা৷ উল্লিখিত পদগুলিতে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://gailonline.com/CRApplyingGail.html ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪ সেমি× ৫ সেমি) ও সাদা কাগজে কালো কালিতে করা সই ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি/জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বরসহ) ১ কপি প্রিন্ট আউট নিয়ে তাতে সই করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, স্কিল/ট্রেড টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষা হবে কলকাতা-সহ দেশের একাধিক শহরে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://gailonline.com/
Official Notification: Click Here
Apply Online: Click Here