Advt.No.- 03/Kolkata City NUHM Society/2022-23
Applications are being invited by the Kolkata Municipal Corporation for recruitment to the following post in Kolkata on contractual basis.
Post: Community Health Assistant (Urban) Female
Total Vacancy: 285
Eligibility: Passed ANM / GNM course. Should be a resident of Kolkata District. Should be proficient in Bengali.
Age limit: 21 – 40 years as 01.01.2022
Salary: Rs. 13,000 per month
Last date of receipt of application: 20/08/2022 till 2pm.
……………………………
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির অধীনস্থ বিভিন্ন আর্বান প্রাইমারি সেন্টারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান) ফিমেল পদে ২৮৫ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ আগস্ট, ২০২২ দুপুর ২ টো-র মধ্যে৷
যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক, সঙ্গে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ কেবলমাত্র মহিলারাই আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে৷ শূন্যপদ: ২৮৫[জেনাঃ ১১৯, জেনাঃ (মেধাবী ক্রীড়াবিদ) ৯, জেনাঃ (প্রাক্তন সমরকর্মী) ১৭, জেনাঃ (শারীরিক প্রতিবন্ধী) ১৩, তঃজাঃ ৩৮, তঃজাঃ (প্রাক্তন সমরকর্মী) ৫, তঃউঃজাঃ ২৭, ওবিসি-এ ৩৩, ওবিসি-বি ২]৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.kmcgov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে সচিত্র পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক ও এএনএম / জিএনএম কোর্সের মার্কশিট, এএনএম / জিএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের (যদি প্রযোজ্য হয়) স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্রের প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর ‘Chief Municipal Health Officer / Secreatary, Kolkata City NUHM Society, CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata-700013’ লিখে সংশ্লিষ্ট সিএমও বিল্ডিং-এর তৃতীয় তলে ২৫৪ নম্বর ঘরের সামনে রাখা ড্রপ বক্সে জমা করতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.kmcgov.in
Official Notification: Click Here