Notification No. 01/2025 (Act Apprentice)
Railway Recruitment Cell, West-Central Railway is inviting applications for the following host.
Posts: Trade Apprentice.
Total Vacancy: 2865
Eligibility: 10th class pass with National Trade Certificate in relevant trades.
Age limit: 15 to 24 years (as on 20/8/2025).
Stipend: As per rules.
Application fee: Rs. 141 (Rs. 41 for SC/ST/PwBD/Women candidates)
Last date of online application: from 30th August to 29th September, 2025.
…………………………………………….
পশ্চিম–মধ্য রেলে ২৮৬৫ অ্যাপ্রেন্টিস
ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ৬টি ইউনিট / ওয়ার্কশপে ব্ল্যাকস্মিথ (ফাউন্ড্রিম্যান), কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেকানিক মোটর ভেহিকেল, প্লাম্বার, টার্নার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), ওয়্যারম্যান ট্রেডে ২৮৬৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ আগস্ট, ২০২৫ থেকে ২৯ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷
বয়স: ২০ আগস্ট, ২০২৫ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷
আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wcr.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০ টাকা ও প্রসেসিং চার্জ ৪১ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো দরখাস্ত ফি লাগবে না, শুধু প্রসেসিং চার্জ ৪১ টাকা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://wcr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,7,288,1391,2245
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)।