Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

29 EMPLOYEES IN MANJUSHA / মঞ্জুষায় ২৯ কর্মী

Advertisement No. 2707/08C/EST/HDC/22-23

West Bengal Handicrafts Development Corporation Limited (Manjusha) invites applications for the following contractual posts in ‘Manjusha’.

Post: Junior Category Manager, Junior Assistant, Group-D.

Total Vacancy: 29

Eligibility:  HS, Graduate, PG in relevant disciplines (post-wise different)

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Online Application: 9/12/2022 till 5 pm

……………………

রাজ্য সরকারের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (মঞ্জুষা) জুনিয়র সেলস কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ-ডি, জুনিয়র ক্যাটেগরি ম্যানেজার, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেন্ট্রাল স্টোর অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেলস কাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার হার্ডওয়্যার, জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং পদে ২৯ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত ই-মেল করে পাঠাতে হবে ৯ ডিসেম্বর, ২০২২ বিকেল সাড়ে ৫ টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সেলস কাম অফিস অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে ভালো কমিউনিকেশন স্কিলসহ রিটেল ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৪৷ বেতন: ১৫,০০০ টাকা৷

(২) গ্রুপ-ডি: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে প্যাকেজিং ও বিয়ারিং ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৪৷ বেতন: ১৩,৫০০ টাকা৷

(৩) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে রিটেল / কোয়ালিটি কন্ট্রোল ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২৷ বেতন: ২৪,০০০ টাকা৷

(৪) জুনিয়র সেলস কাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট (বিকম পাশ) হতে হবে ও কম্পিউটার ও ট্যালি বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে রিটেল / কোয়ালিটি কন্ট্রোল ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২৷ বেতন: ১৫,০০০ টাকা৷

(৫) জুনিয়র ক্যাটেগরি ম্যানেজার (হ্যান্ডিক্রাফটস): গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে রিটেল / ফ্যাশন ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ বেতন: ২৪,০০০ টাকা৷

(৬) জুনিয়র ক্যাটেগরি ম্যানেজার (হ্যান্ডলুম): গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে রিটেল / ফ্যাশন ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ বেতন: ২৪,০০০ টাকা৷

(৭) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে রিটেল / কোয়ালিটি কন্ট্রোল ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ বেতন: ১৫,০০০ টাকা৷

(৮) জুনিয়র সেন্ট্রাল স্টোর অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে ভালো কমিউনিকেশন স্কিল থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ বেতন: ১৫,০০০ টাকা৷

(৯) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিল থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ বেতন: ১৫,০০০ টাকা৷

(১০) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার হার্ডওয়্যার: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কোর্স বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিল থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ বেতন: ১৫,০০০ টাকা৷

(১১) জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং: বিএসসি (কম্পিউটার) / বিই / বিসিএ / এমসিএ পাশ, সঙ্গে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিল থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ বেতন: ২৪,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.manjusha.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত ই-মেল করতে হবে এই মেল আই ডি-তে-engagement@manjusha.in৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কলকাতায় লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.manjusha.in

Official Notification: https://www.manjusha.in/RECRUITMENT%20NOTICE.pdf

 

Share it :