Food & Supply Department, West Bengal invites online applications for the following posts.
Post: Project Manager, Deputy Project Manager, Senior Software Developer, Database Administrator, Software Developer, Software Support Personnel, Data Entry Operator.
Total vacancy: 19. Project Manager: 1, Deputy Project Manager: 3, Senior Software Developer: 8, Database Administrator: 1, Software Developer: 8, Software Support Personnel: 4, Data Entry Operator: 4.
Eligibility: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 16th June, 2025 till 5:30 pm.
……………………………..
খাদ্য ও সরবরাহ বিভাগে ২৯ কর্মী
রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল, সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার ও প্রোজেক্ট ম্যানেজার পদে ২৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ জুন, ২০২৫ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
যোগ্যতা: বি.ই / বি.টেক / এম.এসসি পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ অথবা পিজিডিসিএ / বি.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ অথবা বিসিএ পাশ বা ডোয়েক থেকে ‘এ’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
এককালীন বেতন: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে https://food.wb.gov.in ওয়েবসাইটে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://food.wb.gov.in/fsr/home.aspx
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১১ /৬ /২০২৫)।