ADVERTISEMENT No CO/04/2025
Cement Corporation of India Limited invites applications for the following posts.
Post: Engineer, Analyst, Officer.
Total vacancy: 29.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay scale: post wise different.
Application fee: Rs. 100/-..
Last date of receipt of application: 12th July, 2025 till 5 pm.
……………………………………………………….
সিমেন্ট কর্পোরেশনে ২৯ কর্মী নিয়োগ
রাষ্ট্রায়ত্ত সংস্থা সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইঞ্জিনিয়ার, অফিসার ও অ্যানালিস্ট পদে ২৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ৩ বছর বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ১২ জুলাই, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং / ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ বা সংশ্লিষ্ট বিষয়ে এম.এসসি ডিগ্রি পাশ হতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
আবেদন: আবেদন করতে হবে www.cciltd.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের ফি ১০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘Cement Corporation of India Limited, payable at New Delhi’ এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙেগ আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে – To The AGM (HR), Cement Corporation of India Limited, Post Box No. 3061, Lodhi Road Post Office, New Delhi 110003৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://www.cciltd.in/page.php?id=216
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৫/৬ /২০২৫)।