Online applications are invited from eligible candidates for the following posts in Indo-Tibetan Border Police Force.
Post: Constable (Telecommunication), Head Constable (Motor Telecommunication)
Total vacancy: 293
Eligibility: Constable (Telecommunication)- 10th, ITI ; Head Constable (Telecommunication)- 12th/10th, ITI/Diploma.
Age: Constable (Telecommunication)- 18-23 years ; Head Constable (Telecommunication)- 18-25 years.
Pay-scale: Post-wise different
Last Date of Online Application: 30/11/2022 till 11:59pm.
……………………………..
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো-তিববত সীমান্ত পুলিশ ফোর্স কনস্টেবল (টেলিকমিউনিকেশন) ও হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন) পদে ২৯৩ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১ নভেম্বর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কনস্টেবল (টেলিকমিউনিকেশন): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে, অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ ডিসেম্বর, ১৯৯৯ থেকে ৩০ নভেম্বর, ২০০৪-এর মধ্যে৷ শূন্যপদ: মোট ১৬৭৷ পুরুষ- ১৪২ (জেনাঃ ৫৮, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ১১, ওবিসি ৩৮, আর্থিকভাবে অনগ্রসর ১৪)৷ মহিলা- ২৫ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(২) হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয়ে কমপক্ষে মোট ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে বা মাধ্যমিক পাশ ও ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল / কম্পিউটার বিষয়ে ২ বছরের আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে মাধ্যমিক পাশ ও ইলেকট্রনিকস / কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে, অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ ডিসেম্বর, ১৯৯৭ থেকে ৩০ নভেম্বর, ২০০৪-এর মধ্যে৷ শূন্যপদ: মোট ১২৬৷ পুরুষ- ১০৭ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৪, ওবিসি ৪৪, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ মহিলা- ১৯ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
সব পদের বেলায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.recruitment.itbpolice.nic.in
Official Notification: Click Here