HPCL invites online applications for the following vacancies.
Post: Mechanical Engineer, Electrical Engineer, Instrumentation Engineer, Civil Engineer, Chemical Engineer, Information Systems Officer, Safety Officer – Uttar Pradesh, Safety Officer – Tamil Nadu, Safety Officer – Kerala, Safety Officer – Goa, Fire & Safety Officer, Quality Control Officer, Blending Officer, Chartered Accountant, HR Officer, Welfare Officer – Visakh Refinery, Welfare Officer – Mumbai Refinery, Law Officer, Law Officer – HR, Manager/Sr.Manager – Electrical.
Total vacancy: 294. Mechanical Engineer: 103, Electrical Engineer: 42, Instrumentation Engineer: 30, Civil Engineer: 25, Chemical Engineer: 7, Information Systems Officer: 5, Safety Officer – Uttar Pradesh: 6, Safety Officer – Tamil Nadu: 1, Safety Officer – Kerala: 5, Safety Officer – Goa: 1, Fire & Safety Officer: 2, Quality Control Officer: 27, Blending Officer: 5, Chartered Accountant: 15, HR Officer: 8, Welfare Officer – Visakh Refinery: 1, Welfare Officer – Mumbai Refinery: 5, Law Officer, Law Officer – HR: 2, Manager/Sr.Manager – Electrical: 3.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 22nd Julyl, 2022.
…………………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ইনফরমেশন সিস্টেম ইঞ্জিনিয়ার, সেফটি অফিসার, ফায়ার অ্যান্ড সেফটি অফিসার, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, ব্লেন্ডিং অফিসার, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, এইচআর অফিসার, ওয়েলফেয়ার অফিসার, ল অফিসার, ল অফিসার এইচআর, ম্যানেজার / সিনিয়র ম্যানেজার – ইলেকট্রিক্যাল পদে ২৯৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৩৷
(২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪২৷
(৩) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩০৷
(৪) সিভিল ইঞ্জিনিয়ার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫৷
(৫) কেমিক্যাল ইঞ্জিনিয়ার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৷
(৬) ইনফরমেশন সিস্টেম অফিসার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ কম্পিউটার সায়েন্স / আইটি ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷
(৭) সেফটি অফিসার – উত্তর প্রদেশ (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ মেকানিক্যাল / সিভিল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে ও সংশ্লিষ্ট রাজ্য সরকার কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিগ্রি / ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে৷ হিন্দি ভাষা জানা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷
(৮) সেফটি অফিসার – তামিলনাডু (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ মেকানিক্যাল / সিভিল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে ও সংশ্লিষ্ট রাজ্য সরকার কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিগ্রি / ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে৷ তামিল ভাষা জানা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷
(৯) সেফটি অফিসার – কেরালা (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ মেকানিক্যাল / সিভিল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে ও সংশ্লিষ্ট রাজ্য সরকার কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিগ্রি / ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে৷ মালয়ালম ভাষা জানা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷
(১০) সেফটি অফিসার – গোয়া (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ মেকানিক্যাল / সিভিল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে ও সংশ্লিষ্ট রাজ্য সরকার কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিগ্রি / ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে৷ স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷
(১১) ফায়ার অ্যান্ড সেফটি অফিসার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ ফায়ার / ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ করতে হবে ও ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ১ বছরের ডিপ্লোমা বাসার্টিফিকেট পাশ হতে হবে৷ মারাঠি ভাষা জানা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷
(১২) কোয়ালিটি কন্ট্রোল অফিসার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ কেমিস্ট্রি (অ্যানালিটিক্যাল / ফিজিক্যাল / অর্গ্যানিক / ইনর্গ্যানিক) বিষয়ে ২ বছরের এম.এসসি পাশ করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৭৷
(১৩) ব্লেন্ডিং অফিসার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ কেমিস্ট্রি (অ্যানালিটিক্যাল / ফিজিক্যাল / অর্গ্যানিক / ইনর্গ্যানিক) বিষয়ে ২ বছরের এম.এসসি পাশ করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷
(১৪) চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (ই ২ গ্রেড): ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ কোয়ালিফায়েড চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে এবং আইসিএআই থেকে আবশ্যিক আর্টিকেলশিপ অ্যান্ড মেম্বারশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫৷
(১৫) এইচআর অফিসার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ এইচআর / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / সাইকোলজিতে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ বা এইচআর / পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশন সহ এমবিএ পাশ হতে হবে৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৷
(১৬) ওয়েলফেয়ার অফিসার- বিশাখ রিফাইনারি (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ অন্ধ্রপ্রদেশ সরকার স্বীকৃত লেবার ওয়েলফেয়ার বা ওই সম্বন্ধীয় কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ তেলুগু ভাষা জানা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷
(১৭) ওয়েলফেয়ার অফিসার- মুম্বই রিফাইনারি (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ মহারাষ্ট্র সরকার স্বীকৃত সোশ্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ মারাঠি ভাষা জানা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷
(১৮) ল অফিসার (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের কোর্স (গ্র্যাজুয়েশনের পর) বা ৫ বছরের কোর্স (উচ্চমাধ্যমিক পাশের পর) সম্পূর্ণ করে থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷
(১৯) ল অফিসার- এইচআর (ই ২ গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের কোর্স (গ্র্যাজুয়েশনের পর) বা ৫ বছরের কোর্স (উচ্চমাধ্যমিক পাশের পর) সম্পূর্ণ করে থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷
(২০) ম্যানেজার / সিনিয়র ম্যানেজার- ইলেকট্র্যিকাল (সি / ডি গ্রেড): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ / ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ৩৪ / ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷
বেতনক্রম: ই ২ গ্রেড – ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷ সি গ্রেড – ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷ ডি গ্রেড – ৯০,০০০ টাকা থেকে ২,৪০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.hindustanpetroleum.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে ও অন্যান্য নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক, পার্সোনাল ইন্টারভিউ, মুট কোর্ট (কেবলমাত্র ল অফিসারদের জন্য) – এর মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.hindustanpetroleum.com/
Get details: Click Here