Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

296 RECRUITMENT IN AIIMS, PATNA / এইমসে ২৯৬ কর্মী নিয়োগ

All India Institute of Medical Sciences, Patna invites online applications for the following posts.

Post: Store Keeper, AAO, Junior Engineer, Legal Assistant, Nursing Officer, Medico Social Worker, Sanitory Inspector, Stenographer, JAA, Store Keeper cum Clerk, Junior Warden.

Total vacancy: 296. Store Keeper 10, AAO 1, Junior Engineer 8, Legal Assistant 1, Nursing Officer 200, Medico Social Worker 3, Sanitory Inspector 8, Stenographer 16, JAA 18, Store Keeper cum Clerk 25, Junior Warden 6.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 29 November, 2021.

……………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ স্বশাসিতসংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, পাটনা নার্সিং অফিসার, স্টোরকিপার, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, স্যানিটারি ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টোরকিপার কাম ক্লার্ক, জুনিয়র ওয়ার্ডেন পদে ২৯৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ নভেম্বর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্সিং অফিসার, বিজ্ঞপ্তি নংF-80777/Nursing Officer/2021: নার্সিংয়ে বি.এসসি (অনার্স) / বি.এসসি / পোস্ট বেসিক বি.এসসি / বি.এসসি পোস্ট সার্টিফিকেট পাশ হতে হবে অথবা জিএনএম পাশ সঙ্গে ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নার্স ও মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০০ (জেনাঃ ৮১, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২০)৷ মহিলা ১৬০, পুরুষ ৪০৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(২) স্টোরকিপার, বিজ্ঞপ্তি নংF-80777/Store Keeper/2021: (ক) ইকোনমিক্স / কমার্স / স্ট্যাটিসটিক্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় অথবা (খ) ইকোনমিক্স / কমার্স / স্ট্যাটিসটিক্সে ডিগ্রি পাশ সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় অথবা (খ) যে কোনো শাখায় ডিগ্রি পাশ সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে বা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ইলেক্ট্রিশিয়ান: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৩) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বিজ্ঞপ্তি নংF-80777/AAO/2021: যে কোনো শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ পার্সোনেল / ম্যানেজমেন্ট / লেবার ল / অ্যাডমিনিস্ট্রেটিভ ল’তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷  বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(৪) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), বিজ্ঞপ্তি নংF-80777/JE (Civil) /2021: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৫) জুনিয়র ইঞ্জিনিয়ার (এসি অ্যান্ড আর), বিজ্ঞপ্তি নংF-80777/JE AC & R/2021: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ সঙ্গে এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশনের স্পেশালাইজড কোর্স করে থাকতে  হবে৷ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৬) লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, বিজ্ঞপ্তি নংF-80777/Legal Assistant/2021: গ্র্যাজুয়েট সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(৭) মেডিকো সোশ্যাল ওয়ার্কার, বিজ্ঞপ্তি নংF-80777/Medico Social Worker/2021: মেডিক্যাল সোশ্যাল সায়েন্সে স্পেশালাইজেশন সহ সোশ্যাল ওয়ার্কে এম.এ / এমএসডব্লু পাশ হতে হবে৷ ৫০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(৮) স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড টু, বিজ্ঞপ্তি নংF-80777/Sanitary Inspector Gr II/2021: মাধ্যমিক বা সমতুল পাশের পর স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৯) স্টেনোগ্রাফার, বিজ্ঞপ্তি নংF-80777/Stenographer/2021: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিট বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৪, তঃজাঃ ৪, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১০) জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বিজ্ঞপ্তি নংF-80777/JAA/2021: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(১১) স্টোরকিপার কাম ক্লার্ক, বিজ্ঞপ্তি নংF-80777/SKC/2021: গ্র্যাজুয়েট সঙ্গে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ মেটিরিয়ালস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, ওবিসি ১০)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(১২) জুনিয়র ওয়ার্ডেন, বিজ্ঞপ্তি নংF-80777/Junior Warden/2021: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্টোর কিপার / পাবলিক রিলেশন বা এস্টেট ম্যানেজমেন্টে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ মহিলা ৩, পুরুষ ৩৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.aiimspatna.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী / মহিলা প্রার্থীদের বেলায় ১২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://www.aiimspatna.org/

Get details: https://www.bvfcl.com/wp-content/uploads/2021/10/advt-bvfcl.pdf

 

Share it :