Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

2964 CIRCLE BASED OFFICERS IN SBI

ADVERTISEMENT NO: CRPD/ CBO/2025-26/03

Online applications are invited from eligible Indian Citizens for the following posts in State Bank of India.

Post: Circle Based Officer.

Total vacancy: 2964.

Eligibility:  Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised as such by the Central Government including Integrated Dual Degree (IDD).Candidates possessing qualifications such as Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant would also be eligible.

Age: 21 to 30 years (as on 30/04/2025).

Pay Scale: Rs. 48,480/- to Rs. 85,920/-.

Last Date of Online Application: 29th May, 2025

…………………………………………………………………………………………………………………………………………………………….

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২৯৬৪ সার্কেল বেসড অফিসার

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘সার্কেল বেসড অফিসার’ পদে ২৯৬৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ মে, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন৷ শিক্ষালাভের পর প্রার্থীদের কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্ক / আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার পদে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷

বয়স: ৩০ এপ্রিল, ২০২৫ এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/web/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://sbi.co.in/web/careers/current-openings

Official Notification: CLICK Here

Apply link: CLICK.

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৪/৫/২০২৫)

Share it :

Leave a Reply