Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3 JOB OPENINGS IN BARDHAMAN / বর্ধমান কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্সইউনিয়নে কর্মী নিয়োগ

A walk in interview will be held on 29th March, 2022 to engage for the following posts for Bardhaman Co-Operative Milk Producers’ Union Ltd, Purba Bardhaman.

Post: Accountant, Dairy Technologist, Operator.

Total vacancy: 3. Accountant: 1, Dairy Technologist: 1, Operator: 1.

Eligibility: post wise different.

Age: Maximum 40 years.

Salary: post wise different..

Last Date of Submit Application: 25th March, 2022.

………………………………………………….

বর্ধমান কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড অ্যাকাউন্ট্যান্ট, ডেয়ারি টেকনোলজিস্ট, অপারেটর পদে চুক্তির ভিত্তিতে ৩ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত ই-মেল করতে হবে ২৫ মার্চ, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাকাউন্ট্যান্ট: বি.কম পাশ হতে হবে৷ কম্পিউটারে এক্সেল, ওয়ার্ড, ট্যালি, ই-পেমেন্ট ও অ্যাকাউন্টিংয়ের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৬,০০০ টাকা৷

(২) ডেয়ারি টেকনোলজিস্ট: ডেয়ারি টেকনোলজিতে বি.টেক বা সমতুল পাশ হতে হবে৷ দুধ ও দুগ্ধজাত পণ্য তৈরি ও পরীক্ষার কাজ জানতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(৩) অপারেটর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং / ডেয়ারি ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ মিল্ক টেস্টিং ও রেফ্রিজারেশন করার কাজে ধারণা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.purbabardhaman.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে এই মেল-আইডি’তে ই-মেল করে দিতে হবে bardhamanmilk@yahoo.com৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ইন্টারভিউ হবে ২৯ মার্চ, ২০২২ বেলা ১১টা ৪৫ মিনিটে এই স্থানে -Minority Hall, Minority Bhavan, Court Compound, Burdwan৷ ইন্টারভিউয়ের দিন পূরণ করা দরখাস্ত সহ আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি সঙ্গে করে আনতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://purbabardhaman.nic.in/notice_category/recruitment/

Get details: Click Here

Share it :