Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3 JOB OPENINGS IN COOCHBEHAR ZILLA PARISHAD / কোচবিহারে বাংলার আবাস যোজনা প্রকল্পে কর্মী নিয়োগ

Coochbehar Zilla Parishad invites online applications for the following posts.

Post: District Co-ordinator, Technical Assistant, Data Entry Operator.

Total vacancy: 3. District Co-ordinator: 1, Technical Assistant: 1, Data Entry Operator: 1.

Eligibility: post wise different.

Age: 18 to 40 years (as on 01/01/2022)

Salary: post wise different.

Last Date of Online Application: 31st March, 2022.

……………………………………………………………………………………………………………………………………………………….

কোচবিহার জেলা পরিষদ বাংলার আবাস যোজনা প্রকল্পে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ মার্চ, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (১০০ নম্বর) ও ইন্টারভিউয়ের (৩০ নম্বর) মাধ্যমে৷

(২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (১০০ নম্বর) ও ইন্টারভিউয়ের (৩০ নম্বর) মাধ্যমে৷

(৩) ডেটা এন্ট্রি অপারেটর: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১১,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৮৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷

আবেদন :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.coochbehar.gov.in বা www.coochbeharzillaparishad.in/recruitment ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttp://www.coochbehar.gov.in/index.html

Get detailsClick Here

 

Share it :