Applications are invited from the citizens of India for the recruitment to the following posts in Satyajit Ray Film & Television Institute, Kolkata.
Post: . Chief Accounts Officer, Projection Room Operator, Hindi Typist.
Total vacancy: 3. Chief Accounts Officer: 1, Projection Room Operator: 1, Hindi Typist: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Submit Application : 12th September, 2022.
………………………………..
কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চিফ অ্যাকাউন্টস অফিসার, প্রোজেকশন রুম অপারেটর, হিন্দি টাইপিস্ট পদে ৩ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১২ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) চিফ অ্যাকাউন্টস অফিসার: বি.কম এবং আইসিডব্লুএ / সিএ পাশ হতে হবে৷ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিংয়ের কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ ও সরকারি নিয়ম নীতি সম্পর্কে জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২) প্রোজেকশন রুম অপারেটর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সিনেমা প্রোজেকশনের লাইসেন্স বা কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(৩) হিন্দি টাইপিস্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ ইংরেজি টাইপ রাইটিং জানলে ভালো হয়৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.srfti.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ২ কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি অনলাইনে জমা দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Director, Satyajit Ray Film & Television Institute, E. M. Bypass Road, P.O. Panchasayar, Kolkata – 700 094”৷ খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://srfti.ac.in/
Get details: Click Here