Advertisement No. 3861-RG Dated, the 23rd day of May, 2025
Calcutta High Court invites applications for the following post.
Post: Software Developers.
Total vacancy: 3.
Eligibility: 1st Class MCA or 1st Class M.Sc. in IT/Computer Science or 1st Class B.E in IT/Computer Science or 1st Class B. Tech in IT/Computer Science with skill in software design, development, documentation and Implementation.
Age: 18 to 40 years (as on 01/01/2025).
Salary: Rs. 33,000/- per month.
Last Date for Submit of Application: 10th June, 2025 till 4:45 pm.
Official Website: https://www.calcuttahighcourt.gov.in/Notices/recruiment-notice
Official Notification: CLICK HERE
কলকাতা হাইকোর্টে সফটওয়্যার ডেভেলপার
কলকাতা হাইকোর্ট ৬ মাসের চুক্তির ভিত্তিতে ৩ জন ‘সফটওয়্যার ডেভেলপার’ নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে ১০ জুন, ২০২৫ বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণীর নম্বরসহ এমসিএ বা এম.এসসি (আইটি / কম্পিউটার সায়েন্স) বা বি.ই (আইটি / কম্পিউটার সায়েন্স) পাশ হতে হবে৷ সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন ও ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে স্কিলড হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৩,০০০ টাকা৷
আবেদন : দরখাস্ত করতে হবে একটি লিগ্যাল সাইজের (8.5” X 14”) কাগজে পরিস্কার করে হাতে লিখে বা টাইপ করে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার হবে‘Registrar General, High Court, Calcutta and payable at G.P.O. at Kolkata’ এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, নিজের নাম ঠিকানা লেখা 25 cm x 11 cm মাপের একটি খাম (৪৫ টাকার ডাকটিকিট লাগানো) জমা দিতে হবে৷ নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে বা ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Joint Registrar (General Administration), General & Establishment Section, Appellate Side, Main Building, High Court at Calcutta, 3, Esplanade Row (West), Kolkata-700 001৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৪/৬/২০২৫)।