Advt. No. 01/2022
Hooghly Judges Court invites online applications for the following post.
Post: Sweeper (Gr. D).
Total vacancy: 3 (UR 1, UR EC 1, SC 1).
Eligibility: VIII standard pass.
Age: 18 to 40 years (as on 01/01/2022).
Pay Scale: 4,900/- to 16,200/- with grade pay 1,700/-.
Last Date of Online Application : 6th July, 2022.
…………………………..
হুগলি জেলা আদালতে ৩ জন ‘স্যুইপার (গ্রুপ-ডি)’ নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৬ জুলাই, ২০২২-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (তঃজাঃ প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: মূল বেতন ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা, গ্রেড পে ১,৭০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://districts.ecourst.gov.in/hooghly ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে পাসপোর্ট মাপের রঙিন ছবি (৩০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা (তঃজাঃ প্রার্থীর বেলায় ১৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.calcuttahighcourt.gov.in/Notices/district-recruiment-notice
Get details: Click Here





