Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

30 APPRENTICES IN NHIDCL / কেন্দ্রীয় সংস্থায় ৩০ অ্যাপ্রেন্টিস

National Highways & Infrastructure Development Corporation Limited invites online applications for the following posts.

Post: Apprentices

Total vacancy: 30

Eligibility: Graduate

Age: Not less than 18 years as on 20/2/2023

Last Date of Online Application: 31/1/2023.

………………….

কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও রাজপথ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অ্যাপ্রেন্টিস পদে ৩০ জন নিয়োগ করবে৷ প্রার্থীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক৷ বয়স হতে হবে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছরের বেশী৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাপ্রেন্টিসশিপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং: সরকার স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷

(২) অ্যাপ্রেন্টিসশিপ ফর ফিন্যান্স অ্যান্ড এসএপি: সিএ / আইসিডব্লিউএ / বিকম / বি এস সি (আইটি) পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷

(৩) অ্যাপ্রেন্টিসশিপ ফর লিগ্যাল অ্যান্ড এইচআর: গ্র্যাজুয়েট হতে হবে৷ ল গ্র্যাজুয়েট বা এমবিএ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷

স্টাইপেন্ড: যে রাজ্যে ট্রেনিং হবে সেই রাজ্যের বাসিন্দা হলে প্রতি মাসে ১৫,০০০ টাকা ও অন্য রাজ্যের বাসিন্দা হলে প্রতি মাসে ২০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে সম্পূর্ণ পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.mhrdnats.gov.in

Official Notification: Click Here

Share it :