Advt. No. WSC/GAU/3/22
Ministry of Textiles invites applications for the following post at various weavers’ service centres of East zone.
Post: Junior Weaver, Junior Printer, Staff Car Driver, Senior Printer, Jr. Assistant (Weaving), Attendant (Weaving), Attendant (Processing).
Total vacancy: 30
Eligibility: Matriculation/ ITI / Diploma / Post Diploma (post wise different)
Age limit: Post wise different
Pay Scale: Post wise different
Last Date of Application Submission: 05/12/2022
………………………
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক কলকাতাসহ পূর্ব ভারতের বিভিন্ন উইভার্স সার্ভিস সেন্টারে অ্যাটেন্ড্যান্ট (উইভিং), অ্যাটেন্ড্যান্ট (প্রসেসিং), জুনিয়র উইভার, জুনিয়র প্রিন্টার, স্টাফ কার ড্রাইভার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (উইভিং), সিনিয়র প্রিন্টার পদে ৩০ জন কর্মী নিয়োগ করবে৷ স্টাফ কার ড্রাইভার-এর বেলায় বয়স হতে হবে ৫ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ অন্যান্য পদের বেলায় বয়স হতে হবে ৫ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৫ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাটেন্ড্যান্ট (উইভিং): মাধ্যমিক বা টেক্সটাইল উইভিং / উইন্ডিং / ওয়ারপিং ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা উইভার্স সার্ভিস সেন্টার / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি থেকে উইভিং শাখায় কমপক্ষে ৪ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(২) অ্যাটেন্ড্যান্ট (প্রসেসিং): মাধ্যমিক টেক্সটাইল ডাইয়িং বা প্রিন্টিং বা ফেব্রিক প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা উইভার্স সার্ভিস সেন্টার / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি থেকে ডাইয়িং / প্রিন্টিং শাখায় কমপক্ষে ৪ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৩) জুনিয়র উইভার: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ তিন বছরের ডিপ্লোমা ইন হ্যান্ডলুম টেকনোলজি বা ডিপ্লোমা ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বা ২ বছরের সার্টিফিকেট কোর্স ইন হ্যান্ডলুম উইভিং পাশ হলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(৪) জুনিয়র প্রিন্টার: মাধ্যমিক বা টেক্সটাইল প্রিন্টিং / ফেব্রিক প্রিন্টিং / স্ক্রিন প্রিন্টিং / ব্লক প্রিন্টিং ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৫) স্টাফ কার ড্রাইভার: মাধ্যমিক পাশ হতে হবে ও মোটর কার চালনার বৈধ লাইসেন্স এবং মোটর মেকানিজম সংক্রান্ত তথ্য জানা আবশ্যক, সঙ্গে কমপক্ষে ৩ বছর মোটর কার চালনার অভিজ্ঞতা থাকতে হবে৷ হোম গার্ড / সিভিক ভলেন্টিয়ার পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (উইভিং): মাধ্যমিক বা টেক্সটাইল উইভিং ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা উইভার্স সার্ভিস সেন্টার / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি থেকে উইভিং শাখায় কমপক্ষে ৪ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৭) সিনিয়র প্রিন্টার: মাধ্যমিক বা টেক্সটাইল প্রিন্টিং / ফেব্রিক প্রিন্টিং / স্ক্রিন প্রিন্টিং ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ তিন বছরের ডিপ্লোমা ইন হ্যান্ডলুম টেকনোলজি / ডিপ্লোমা ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি / ১ বছরের পোস্ট ডিপ্লোমা ইন টেক্সটাইল কেমিস্ট্রি পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.handlooms.nic.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সাথে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় To The Director, Weavers’ Service Centre, IIHT Campus, Jawahar Nagar, Khanapara, Guwahati-781022৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.handlooms.nic.in
Official Notification: Click Here