Advt. No. P&A.II/472/JSSC/SCTIMST/2022
Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology, Trivandram invites online applications for the following posts.
Post: Psychologist – A, Assistant Security and Safety Officer- A, Pharmacist -A, Assistant Dietician –A, Technical Assistant –A, 2. Programme Coordinator – Heart Failure, . Physiotherapist—A, Occupational Therapist – A, Junior Hindi Translator cum Typist –A, Junior Technical Assistant -A, Technician —A, Cook – A, Driver—A, Animal Handler—A.
Total vacancy: 30.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Online Application: 22nd March, 2022 up to 5 pm.
…………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, ত্রিভান্দ্রাম সাইকোলজিস্ট এ, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার এ, ফার্মাসিস্ট এ, অ্যাসিস্ট্যান্ট ডায়াটেশিয়ান এ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, প্রোগ্রাম কোর্ডিনেটর -হার্ট ফেলিওর, ফিজিয়োথেরাপিস্ট এ, অক্যুপেশনাল থেরাপিস্ট এ, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট এ, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, টেকনিশিয়ান এ, কুক এ, ড্রাইভার এ, অ্যানিম্যাল হ্যান্ডলার এ পদে ৩০ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ মার্চ, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাইকোলজিস্ট এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সাইকোলজিতে এম.এ বা সমতুল পাশ হতে হবে৷ ১০০ শয্যাবিসিষ্ট কোনো হাসপাতালে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(২) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার এ: গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে৷ আধা সামরিক বাহিনী বা সামরিক বাহিনীতে জেসিও হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ও হাউজকিপিং / সিকিউরিটি ও সেফটির কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৩) ফার্মাসিস্ট এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বি.ফার্মা পাশ হতে হবে৷ ২০০ শয্যাবিসিষ্ট কোনো মাল্টিস্পেশালিটি হাসপাতালের ফার্মাসিতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৪) অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ নিউট্রিশন / ডায়াটেটিক্স-এ এম.এসসি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার) এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা কম্পিউটার হার্ডওয়্যার মেনটেন্যান্সে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কার্ডিওলজি) এ: বি.এসসি পাশ হতে হবে৷ কার্ডিয়াক ক্যাব ল্যাব টেকনোলিজতে ১ বছরের কোর্স করে থাকতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আইএস অ্যান্ড আইআর) এ: (ক) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো মেডিক্যাল কলেজ বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিয়োগ্রাফারের ২ বছরের কোর্স করে থাকতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট কোনো মাল্টিস্পেশালিটি হাসপাতালের রেডিয়োগ্রাফি ও ইমেজিং বিভাগে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা (খ) রেডিয়োগ্রাফিতে বি.এসসি পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট কোনো মাল্টিস্পেশালিটি হাসপাতালের রেডিয়োগ্রাফি ও ইমেজিং বিভাগে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ট্রান্সফিউশন মেডিসিন) এ: (ক) বি.এসসি পাশ সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ১ বছরের সার্টিফিকেট পাশ বা বি.এসসি (এমএলটি) পাশ হতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট কোনো কোনো মাল্টিস্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা (খ) বি.এসসি পাশ৷ ব্লাড ব্যাঙ্ক টেকনোলজিতে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট কোনো কোনো মাল্টিস্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৯) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (অ্যানেস্থেশিয়া) এ: বি.এসসি পাশ হতে হবে৷ অ্যানেস্থেশিয়াতে ১ বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ ইলেকট্রনিক্স / বিএমই / ইনস্ট্রুমেন্টেশনে ৩ বছরের ডিপ্লোমা পাশ, অপারেশন থিয়েটার টেকনোলজি / অপারেশন থিয়েটার অ্যান্ড অ্যানেস্থেশিয়াতে ২ বছরের ডিপ্লোমা কোর্স বা বি.এসসি পাশ হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (নিউরোলজি) এ: (ক) বি.এসসি পাশ হতে হবে৷ নিউরো টেকনোলজিতে ১ বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ অথবা (খ) বি.এসসি পাশ হতে হবে৷ নিউরো টেকনোলজিতে২ বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ অথবা (গ) বি.এসসি (নিউরো টেকনোলজি) পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মলিক্যুলার জেনেটিক্স ল্যাব) এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ অ্যাপ্লায়েড জেনেটিক্স / মলিক্যুলার জেনেটিক্স / জেনেটিক্স / মেডিক্যাল জেনেটিক্স / মলিক্যুলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক / জেনোমিক সায়েন্সে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১২) প্রোগ্রাম কোর্ডিনেটর – হার্ট ফেলিওর: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১৩) ফিজিয়োথেরাপিস্ট এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ফিজিয়োথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ১০০ শয্যাবিশিষ্ট কোনো মাল্টিস্পেশালিটি হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১৪) অক্যুপেশনাল থেরাপিস্ট এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ অক্যুপেশনাল থেরাপিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ১০০ শয্যাবিশিষ্ট কোনো মাল্টিস্পেশালিটি হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১৫) জুনিয়র হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ হিন্দি / ইংরেজিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে স্নাতক স্তরে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে বা হিন্দি / ইংরেজি মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদ, হিন্দি থেকে মালয়ালমে অনুবাদ, মালয়ালম থেকে হিন্দিতে অনুবাদের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১৬) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল) এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১৭) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) এ: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স / কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১৮) টেকনিশিয়ান (এমআরএসি) এ: মাধ্যমিক বা সমতুল পাশ ও আইটিআই (এমআরএসি) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(১৯) টেকনিশিয়ান (ফিটার) এ: মাধ্যমিক বা সমতুল পাশ ও আইটিআই (ফিটার) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(২০) কুক এ: মাধ্যমিক বা সমতুল পাশ ও কুকিং / ক্যাটারিং ট্রেডে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ ১০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতাল বা হোস্টেলে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(২১) ড্রাইভার এ: মাধ্যমিক বা সমতুল পাশ৷ হালকা ও ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ ড্রাইভিংয়ের কাজে ৫ বছরের অভিরজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৩ বছর কোনো সংস্থায় মালবাহী / যাত্রীবাহী ভারি যান চালানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(২২) অ্যানিম্যাল হ্যান্ডলার এ: মাধ্যমিক বা সমতুল পাশ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট কোর্স পাশ বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.sctimst.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজ) জেপিইজি / জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন, অপর কপিটির সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র (স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ) স্কিল টেস্টের সময়ে নিয়ে যেতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.sctimst.ac.in/
Get details: Click Here
Apply Online: Click Here