Supreme Court of India invites online applications from eligible candidates for the following post.
Post: Court Master (Stenographer).
Total vacancy: 30 (UR: 16, SC: 4, ST:2, OBC NCL: 8}.
Eligibility: Graduate. Proficiency in Shorthand with a speed of 120w.p.m. in Shorthand (English). Knowledge of computer operation with a typing speed of 40 w.p.m. on computer.
Age: 30 to 45 years..
Pay Scale: 67,7000/- with other allowances.
Application Fee: Rs. 1500 (Rs. 750 for SC/ST/PH/ESM)
Last Date of Application Submission: 15th September, 2025 till 11:55pm
…………………………………………….
সুপ্রিম কোর্টে ৩০ কোর্ট মাস্টার
ভারতের সুপ্রিম কোর্টে ‘কোর্ট মাস্টার (শর্টহ্যান্ড)’ পদে ৩০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কোনো সরকারি বা আধাসরকারি সংস্থায় প্রাইভেট সেক্রেটারি / সিনিয়র পিএ / পিএ / সিনিয়র স্টেনোগ্রাফার পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷বয়স: ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে৷ আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.sci.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডি থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১৫০০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ৭৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://www.sci.gov.in/recruitments/
Official Notification: Click Here
Apply link: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)।