ADVT. NO. 07/2025
Goa Shipyard Limited invites online applications for the following posts.
Post: Junior Project Executive.
Total vacancy: 30.
Eligibility: post wise different.
Salary: post wise different..
Last Date of Online Application: 24th September, 2025 till 5 pm.
……………………………………………………………..
গোয়া শিপইয়ার্ড লিমিটেডে ৩০ জুনিয়র এক্সিকিউটিভ
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি মিনিরত্ন সংস্থা গোয়া শিপইয়ার্ড লিমিটেড ‘জুনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ’ পদে ৩০ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ বয়স: ৩১ জুলাই, ২০২৫ এর হিসেবে ৩২ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ ৩ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ১ বছরের জন্য বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: ৪ বছরের পূর্ণ সময়ের বি.ই / বি.টেক বা বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে৷
এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৮,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.goashipyard.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://recruitment.goashipyard.in/User/Job-List.aspx
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)।