Advt. No:05/2025
National Council of Science Museums, Kolkata invites applications for the following posts.
Post: Technician-‘A’, Technical Assistant-‘A’, Artist-‘A’, Office Assistant Gr.III.
Total vacancy: 30. Technician-‘A’: 13, Technical Assistant-‘A’: 9, Artist-‘A’: 2, Office Assistant Gr.III: 6.
Eligibility: post-wise different.
Age: post-wise different.
Pay Scale: post-wise different.
Last Date of Online Application: 23rd May, 2025
…………………………………………………………………………………………………………………………….
সায়েন্স মিউজিয়াম কলকাতায় ৩০ কর্মী
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস, কলকাতা টেকনিশিয়ান-এ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-এ, আর্টিস্ট-এ, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদে ৩০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট / সমতুল পাশ হতে হবে৷ অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ হতে বা নেলিট এর ‘এ’ লেভেল ডিপ্লোমা পাশ হতে হবে বা বিসিএ পাশ হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক পাশের পরে ফাইন / কমার্শিয়াল আর্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা ও ২ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা উচ্চমাধ্যমিক / সমতুল পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ বা ৩০ টি হিন্দি শব্দ টাইপের গতি থাকার সার্টিফিকেট থাকা আবশ্যক৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবে https://ncsm.gov.inùnotice/career ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৮৮৫ টাকা (জিএসটি-সহ) অনলাইনে জমা দিতে হবে৷
Official Website: https://ncsm.gov.in/notice/career/recruitment-to-various-posts-adv-no-05-2025#
Official Notification: CLICK HERE
Apply link: Click here!
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৪/৫/২০২৫)।