Advt. No. IOCL/MKTG/SR/APPR.2021-22(Phase-II)
Indian Oil Corporation Ltd.-Southern Region (MD) is inviting applications to select 300 Trade & Technical Apprentices.
Post: Trade Apprentice (ITI), Trade Apprentice (Diploma), Trade Apprentice (Accountant), Trade Apprentice-Data Entry Officer(Fresher), Trade Apprentice-Data Entry Officer (Skill Certificate Holders), Trade Apprentice-Retail Sales Associate Officer (Fresher), Trade Apprentice- Retail Sales Associate (Skill Certificate Holders).
Total Vacancy: 300 (UR:168, EWS:23, SC:36, ST:6, OBC-NCL:67)
Eligibility: 10th/12th/ITI/Diploma/Graduate
Age limit: 18 years to 24 years as on 30th November, 2021
Last Date of Online Application: 27th December, 2021 up to 5pm.
………………………………………………………………………….
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটিডের মার্কেটিং ডিভিশন – সাউদার্ন রিজিয়নে ৩০০ ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ৩০ নভেম্বর ২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভূক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভূক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে ২৭ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা ও শূন্যপদ : (১) ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই)-মাধ্যমিক পাশ ও ২ বছরের ফুল টাইম আইটিআই ফিটার / ইলেকট্রিশিয়ান / ইলেকট্রনিক মেকানিক / ইন্সট্রুমেন্ট মেকানিক / মেশিনিস্ট ট্রেডে পাশ হতে হবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ১২ মাস৷ শূন্যপদ – (ক) তামিলনাডু ও পুডুচেরি-২৫ (জেনা: ১৩, ত:জা: ৪, ওবিসি-এনসিএল:৬, আর্থিকভাবে অনগ্রসর:২) (খ) কর্নাটক-১০ (জেনা:৬, ত:জা: ১, ওবিসি-এনসিএল:২, আর্থিকভাবে অনগ্রসর:১) (গ) কেরালা-১৫ (জেনা:৯, ত:জা:১, ওবিসি-এনসিএল:৪, আর্থিকভাবে অনগ্রসর:১) (ঘ) অন্ধ্রপ্রদেশ-২৪ (জেনা:১২, ত:জা:৩, ত:উ:জা:১ ওবিসি-এনসিএল:৬, আর্থিকভাবে অনগ্রসর:২) (ঙ) তেলেঙ্গানা-২৯ (জেনা:১৪, ত:জা:৪, ত:উ:জা:২, ওবিসি-এনসিএল:৭, আর্থিকভাবে অনগ্রসর:২)৷
(২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা)-মাধ্যমিক পাশ ও কমপক্ষে ৫০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ) নম্বরসহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইন্সট্রুমেন্টেশন / সিভিল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ১২ মাস৷ শূন্যপদ – (ক) তামিলনাডু ও পুডুচেরি-১৫ (জেনা: ৮, ত:জা: ২, ওবিসি-এনসিএল:৪, আর্থিকভাবে অনগ্রসর:১) (খ) কর্নাটক-১০ (জেনা:৬, ত:জা:১, ওবিসি-এনসিএল:২, আর্থিকভাবে অনগ্রসর:১) (গ) কেরালা-১০ (জেনা:৬, ত:জা:১, ওবিসি-এনসিএল:২, আর্থিকভাবে অনগ্রসর:১ (ঘ) অন্ধ্রপ্রদেশ-১০ (জেনা:৬, ত:জা:১, ওবিসি-এনসিএল:২, আর্থিকভাবে অনগ্রসর:১ (ঙ) তেলেঙ্গানা-১০ (জেনা:৬, ত:জা:১, ওবিসি-এনসিএল:২, আর্থিকভাবে অনগ্রসর:১)৷
(৩) ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউনট্যান্ট) – কমপক্ষে ৫০ শতাংশ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ) নম্বর সহ যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ১২ মাস৷ শূন্যপদ – (ক) তামিলনাডু ও পুডুচেরি-৪০ (জেনা:১৯, ত:জা:৭, ওবিসি-এনসিএল:১০, আর্থিকভাবে অনগ্রসর:৪) (খ) কর্নাটক-২৮ (জেনা:১৪, ত:জা:৪, ত:উ:জা:১, ওবিসি-এনসিএল:৭, আর্থিকভাবে অনগ্রসর:২) (গ) কেরালা-২০ (জেনা:১১, ত:জা:২, ওবিসি-এনসিএল:৫, আর্থিকভাবে অনগ্রসর:২ (ঘ) অন্ধ্রপ্রদেশ-১৭ (জেনা:৯, ত:জা:২, ত:উ:জা:১, ওবিসি-এনসিএল:৪, আর্থিকভাবে অনগ্রসর:১) (ঙ) তেলেঙ্গানা-১৭ (জেনা:৯, ত:জা:২, ত:উ:জা:১, ওবিসি-এনসিএল:৪, আর্থিকভাবে অনগ্রসর:১)৷
(৪) ট্রেড অ্যাপ্রেন্টিস-ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার) – নূ্যনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ১৫ মাস৷ শূন্যপদ – (ক) তামিলনাডু ও পুডুচেরি-১ (অসংরক্ষিত) (খ) কর্নাটক-১ (অসংরক্ষিত) (গ) কেরালা-১ (অসংরক্ষিত) (ঘ) অন্ধ্রপ্রদেশ – ১ (অসংরক্ষিত) (ঙ) তেলেঙ্গানা-১(অসংরক্ষিত)৷
(৫) ট্রেড অ্যাপ্রেন্টিস-ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার্স) – নূ্যনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও কেন্দ্রীয় সরকার অনুমোদিত ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর-এর স্কিল সার্টিফিকেট থাকতে হবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ১৫ মাস৷ শূন্যপদ – (ক) তামিলনাডু ও পুডুচেরি-১ (অসংরক্ষিত) (খ) কর্নাটক-১ (অসংরক্ষিত) (গ) কেরালা-১ (অসংরক্ষিত) (ঘ) অন্ধ্রপ্রদেশ-১ (অসংরক্ষিত) (ঙ) তেলেঙ্গানা-১ (অসংরক্ষিত)৷
(৬) ট্রেড অ্যাপ্রেন্টিস-রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) – নূ্যনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ১৪ মাস৷ শূন্যপদ – (ক) তামিলনাডু ও পুডুচেরি-১ (অসংরক্ষিত) (খ) কর্নাটক-১ (অসংরক্ষিত) (গ) কেরালা-১ (অসংরক্ষিত) (ঘ) অন্ধ্রপ্রদেশ-১(অসংরক্ষিত) (ঙ) তেলেঙ্গানা – ১ (অসংরক্ষিত)৷
(৭) ট্রেড অ্যাপ্রেন্টিস-রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার্স) – নূ্যনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও কেন্দ্রীয় সরকার অনুমোদিত রিটেল ট্রেনি অ্যাসোসিয়েট-এর স্কিল সার্টিফিকেট থাকতে হবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ১৪ মাস৷ শূন্যপদ – (ক) তামিলনাডু ও পুডুচেরি-১ (অসংরক্ষিত) (খ) কর্নাটক-১ (অসংরক্ষিত) (গ) কেরালা-১ (অসংরক্ষিত) (ঘ) অন্ধ্রপ্রদেশ-১ (অসংরক্ষিত) (ঙ) তেলেঙ্গানা-১ (অসংরক্ষিত)৷
আবেদনের পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.iocl.com/apprenticeships ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.iocl.com/apprenticeships
Official Notification: Click Here
Apply Online: Click Here