Advt. No. SHFWS/2021/235
Advt. No. SHFWS/2021/236
West Bengal State Health & Family Welfare Samiti is inviting applications for recruitment to the post of Community Health Officer (CHO) under National Health Mission, Department of Health & Family Welfare, Govt. of West Bengal, on contractual basis.
Post: Community Health Officer (CHO)
Total Vacancy: 3000
Community Health Officer (Advt. No. SHFWS/2021/235)- 1500 [Gen: 780, SC: 330, ST: 90, OBC(A): 150, OBC (B): 105, PWDs: 45]
Community Health Officer (Advt. No. SHFWS/2021/236)- 1500 [Gen: 780, SC: 330, ST: 90, OBC(A): 150, OBC (B): 105, PWDs: 45]
Eligibility:
Community Health Officer (Advt. No. SHFWS/2021/235) – Should have passed BAMS. They must have updated registration certificate/ provisional certificate from West Bengal Ayurved Council. They should be a resident of WB & should be able to read, write, and speak the Bengali language well.
Community Health Officer (Advt. No. SHFWS/2021/236) – The candidate should have passed the Integrated Course of BPCCHN included in B.Sc. Nursing / Post Basic B.Sc. in the year 2020/2021. They must have registration certificate/ provisional certificate from West Bengal Nursing Council (WBNC). Should be a resident of WB & should be able to read, write, and speak the Bengali language well and have to pass the Final Year Exam held by WB University of Health Sciences.
Age limit: Not exceeding 40 years
Consolidated Remuneration: Rs. 20,000 per month
Application Fee: Rs. 100
Last date of online application: 15th November, 2021
………………………………….
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও) পদে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তির ভিত্তিতে ৩০০০ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি জাতি ও উপজাতি এবং ওবিসি প্রার্থীদের ৫ বছর বয়সের ছাড় দেওয়া হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ নিয়োগ হবে রাজ্যের যে কোনো এসসি-সুস্বাস্থ্য কেন্দ্রে৷
পদ ও বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা : (১) কমিউনিটি হেলথ অফিসার (বিজ্ঞপ্তি নম্বর SHFWS/2021/235) : ব্যাচেলর অফ আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ দ্বারা প্রদত্ত আপডেটেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে৷ প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে৷ এমএস অফিস ও ইন্টারনেট বিষয়ে দক্ষতা থাকতে ভালো হয়৷ শূন্যপদ : ১৫০০ (জোনা: ৭৮০, ত:জা: ৩৩০, ত:উ:জা: ৯০, ওবিসি(এ) ১৫০, ওবিসি(বি) ১০৫, শাররিকভাবে প্রতিবন্ধী ৪৫)৷ এককালীন বেতন – ২০,০০০ টাকা ও আরো ৫,০০০ টাকা পর্যন্ত মাসে ইনসেনটিভস পাওয়া যাবে যোগ্যতা অনুযায়ী৷
(২) কমিউনিটি হেলথ অফিসার (বিজ্ঞপ্তি নম্বর SHFWS/2021/236) : ২০২০/২০২১ সালে ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন-সহ বিএসসি নার্সিং/পোস্ট বেসিক বিএসসি পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে৷ প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে৷ প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে শেষ বর্ষের পরীক্ষায় পাশ হতে হবে৷ এমএস অফিস ও ইন্টারনেট বিষয়ে দক্ষতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৫০০ (জোনা: ৭৮০, ত:জা: ৩৩০, ত:উ:জা: ৯০, ওবিসি(এ) ১৫০, ওবিসি(বি) ১০৫, শাররিকভাবে প্রতিবন্ধী ৪৫)৷ এককালীন বেতন – ২০,০০০ টাকা ও আরো ৫,০০০ টাকা পর্যন্ত মাসে ইনসেনটিভস পাওয়া যাবে যোগ্যতা অনুযায়ী৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এরজন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ রেজিস্ট্রেশন করতে হবে ১০ নভেম্বর, ২০২১-এর মধ্যে ও অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা দিতে হবে ১২ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট (রেজিস্ট্রেশন নম্বর সহ) নিয়ে রাখতে হবে৷ পরে এর প্রয়োজন হতে পারে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : বিএমএস যোগ্যতার প্রার্থীদের বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ এরপর নির্বাচিত প্রার্থীদের ৬ মাসের সার্টিফিকেট প্রোগ্রাম অন কমিউনিটি হেলথ সম্পন্ন করিয়ে নিয়োগ করা হবে৷ অন্য যোগ্যতার প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://wbhealth.gov.in/
Official Notification:
Advt. No. SHFWS/2021/235 : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/235-01112021154624.pdf
Advt. No. SHFWS/2021/236 : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2364.pdf
Apply Online: http://164.164.119.144:8025/ApplicantLogin/ApplicantMaster.aspx