Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

303 GRADE-B OFFICERS AND MANAGERS IN RBI / রিজার্ভ ব্যাঙ্কে ৩০৩ অফিসার ও ম্যানেজার

Advt. No. 2A/2021-22

3A/2021-22

Reserve Bank of India invites online applications for the following posts.

Post: Officers Grade B (DR)- General, Officers Grade B (DR)- DEPR, Officers Grade B (DR)- DSIM, Assistant Manager – Rajbhasa, Assistant Manager – Protocol & Security.

Total vacancy: 303.   Officers Grade B (DR)- General: 238, Officers Grade B (DR)- DEPR: 31, Officers Grade B (DR)- DSIM: 25, Assistant Manager – Rajbhasa: 6, Assistant Manager – Protocol & Security: 3.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay scale: 55,200/- to 99,750/-.

Last Date of Online Application: 18th April, 2022 till 6 pm.

……………………..

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ‘গ্রেড-বি অফিসার’ ও ‘গ্রেড-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ৩০৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ এম.ফিল ডিগ্রি থাকা প্রার্থীরা ২ বছর ও পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীরা ৪ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ মার্চ থেকে ১৮ এপ্রিল, ২০২২- সন্ধ্যা ৬টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা :  (১) অফিসার গ্রেড-বি(জেনারেল) :  কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০% নম্বর) বা কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পা নম্বর) হতে হবে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০%  বা তার বেশি নম্বর থাকতে হবে৷ শূন্যপদ: ২৩৮ (জেনাঃ ১০৯, তঃজাঃ ৩২, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৩)৷

(২) অফিসার গ্রেড-বি (ডিইপিআর) : কমপক্ষে ৫৫% নম্বর সহ ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স / কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স / ম্যাথেমেটিক্যাল ইকোনমিক্স / ইন্টিগ্রেটেড ইকোনমিক্স কোর্স / ফিনান্স-এ পোস্ট গ্র্যাজুয়েট বা ফিনান্সে এমবিএ / পিজিডিএম পাশ বা এগ্রিকালচারাল ইকোনমিক্স / বিজনেস ইকোনমিক্স / ডেভেলপমেন্টাল ইকোনমিক্স / অ্যাপ্লায়েড ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০% নম্বর থাকলে দরখাস্ত করা যাবে৷ ইকোনমিক্স-এ ডক্টরেট ডিগ্রি থাকলে বা শিক্ষকতা / গবেষণার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ৩১ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৫, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷

(৩) অফিসার গ্রেড-বি (ডিএসআইএম) : কমপক্ষে ৫৫% নম্বর সহ স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স / স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স বা কমপক্ষে ৫৫% নম্বর সহ অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স থেকে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা  কমপক্ষে ৫০% নম্বর সহ ম্যাথমেটিক্স-এ মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে স্ট্যাটিসটিক্স বা ওই সম্বন্ধীয় কোনো বিষয়ে ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট থেকে এম.স্ট্যাট পাশ হতে হবে অথবা আইএসআই কলকাতা, আইআইটি খড়গপুর, আইআইএম কলকাতা থেকে বিজনেস অ্যানালিটিকস-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ (পিজিডিবিএ) করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০% নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ ডক্টরেট ডিগ্রি থাকলে বা শিক্ষকতা / গবেষণার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ৭, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৫, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷

(৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – রাজভাষা: হিন্দি / হিন্দি ট্রান্সলেশনে দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজিতে দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে ও ট্রান্সলেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা সংসৃকত / ইকোনমিক্স / কমার্সে দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে ও ট্রান্সলেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ইংরেজি ও হিন্দি / হিন্দি ট্রান্সলেশন উভয় বিষয়েই মাস্টার ডিগ্রি পাশ হতে হবে (যে কোনো একটি মাস্টার ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণির নম্বর থাকতে হবে)৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷

(৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি: প্রার্থীকে অবশ্যই আর্মি / নেভি / এয়ার ফোর্সে কমিশনড অফিসার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ২)৷

বেতনক্রম : গ্রেড-বি অফিসার ৫৫,২০০ টাকা থেকে ৯৯,৭৫০ টাকা ও অন্যান্য ভাতা৷ সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে প্রতি মাসে ১,০৮,৪০৪ টাকা৷ গ্রে-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৪৪,৫০০ টাকা থেকে ৮৯,১৫০ টাকা ও অন্যান্য ভাতা৷ সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে প্রতিমাসে ৯০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ ও নিম্নলিখিত বয়ানটি নিজের হাতে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে-“I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ দরখাস্তের ফি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজভাষা ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি পদের বেলায় ৬০০ টাকা এবং অন্যান্য পদের বেলায় ৮৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সব পদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ফি জমা দেবার পর ই-রিসিটের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষা (ফেস ১ ও ২) ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল-কলকাতা, বৃহত্তর কলকাতা, আসানসোল, বহরমপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি৷ অফিসার গ্রেড-বি (জেনারেল) ফেস-১ পরীক্ষা হবে ২৮ মে, ২০২২ ও ফেস-২ পরীক্ষা হবে ২৫ জুন, ২০২২৷ অফিসার গ্রেড-বি (ডিইপিআর) এবং (ডিএসআইএম) ফেস-১ পরীক্ষা হবে ২ জুলাই, ২০২২ ও ফেস-২ পরীক্ষা হবে ৬ আগস্ট, ২০২২৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজভাষা ও প্রোটোকল অ্যান্ড সিকিউরিটির পরীক্ষা হবে ২১ মে, ২০২২৷ সবশেষে হবে ইন্টারভিউ৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://opportunities.rbi.org.in/Scripts/index.aspx

Get details: Advt. No. 2A/2021-22

Click Here

Advt. No. 3A/2021-22

Click Here

 

 

Share it :