ADVERTISEMENT No. 02/2025/CHQ
Airports Authority of India invites applications from eligible candidates for the following post.
Post: Junior Executive (Air Traffic Control).
Total vacancy: 309
Eligibility: Full Time Regular Bachelors’ Degree of three years in Science (B.Sc) with Physics and Mathematics.
OR
Full Time Regular Bachelor’s Degree in Engineering in any discipline.
Age: Maximum age limit is 27 years as on 24/05/2025
Pay Scale: Rs. 40,000 – Rs. 1,40,000
Application Fee: Rs. 1000. However, the SC/ST/PWD candidates/ Apprentices who have successfully completed one year of Apprenticeship Training in AAI/ Female candidates are exempted from payment of Fee.
Last Date of Online Application: 24/05/2025
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায়
৩০৯ জুনিয়র এক্সিকিউটিভ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল) পদে ৩০৯ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ মে, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স ও ম্যাথেমেটিক্স বিষয় নিয়ে ৩ বছরের পূর্ণ সময়ের বিএসসি ডিগ্রি পাশ বা যেকোনো শাখায় পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে ইংরেজি বিষয়ে পাশ করে থাকতে হবে৷
বয়স: ২৪ মে, ২০২৫ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
শূন্যপদ: ৩০৯৷
বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official website: www.aai.aero
Official Recruitment: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৪/২০২৫)।