Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3093 TRADE APPRENTICES IN NORTHERN RAILWAY / নর্দার্ন রেলওয়েতে ৩০৯৩

Notification No.: RRC/NR-01/2021Act Apprentice

Railway Recruitment Cell, Northern Railway is inviting applications for recruitment to 3093 posts of Trade Apprentices.

Posts: Mechanic (Diesel), Electrician, Fitter, Carpenter,  Mechanic (Motor Vehicle), Forger& Heat Treater, Welder (Gas & Electric), Painter (General), Machinist , Turner, Material Handling Equipment Mechanic-cum-Operator, Mechanic Machine Tool Maintenance, Refrigerator AC Mechanic, Wireman, Plate Fitter, General Fitter, Slinger, MWD Fitter, Pipe Fitter, Computer Operator & Programming Asst., Electronics.

Total Vacancy: 3093

Eligibility: 10th or its equivalent with 50% marks and ITI passed in relevant trade.

Age limit: 15 to 24 years as on 20th October, 2021

Training Period & Stipend: As per rules applicable

Application fee: Rs. 100 (SC/ST/PwBD/Women candidates are exempted)

Last date of online application: 20th October, 2021 (Till 12pm)

…………………..

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়ে মেকানিক (ডিজেল), ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, মেকানিক (মোটর ভেহিকেল), ফরজার অ্যান্ড হিট ট্রিটার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), পেইন্টার জেনারেল, মেশিনিস্ট, টার্নার, মেটিরিয়াল হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট মেকানিক-কাম-অপারেটর, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স,  রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়ারম্যান, প্লেট ফিটার, জেনারেল ফিটার, স্লিংগার, এমডব্লিউডি ফিটার, পাইপ ফিটার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স ট্রেডে ৩০৯৩ জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে৷ যোগ্যতা : কমপক্ষে ৫০% নম্বরসহ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷  বয়স : ২০ অক্টোবর, ২০২১-এর হিসেবে বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে আবেদন করতে হবে ২০ অক্টোবর, ২০২১, বেলা ১২টার মধ্যে৷

ইউনিট অনুযায়ী শূন্যপদ : ক্লাস্টার লক্ষ্ণৌ (এলকেও) : (ক) এলকেও ডিভিশন : (১) মেকানিক (ডিজেল) : ১১০ (জেনাঃ ৫৫, তঃজাঃ ১৭, তঃউঃজা ৮, ওবিসি ৩০)৷ (২) ইলেকট্রিশিয়ান : ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজা ২, ওবিসি ৮)৷ (৩) ফিটার : ১৮৬ (জেনাঃ ৯৩, তঃজাঃ ২৮, তঃউঃজা- ১৪, ওবিসি ৫১)৷ (৪) কার্পেন্টার : ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ২, ওবিসি ৩)৷

(খ)  ব্রিজ ওয়ার্কশপ, এলকেও : (১) ফিটার : ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ৪)৷ (২) মেকানিক (মোটর ভেহিকেল) : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৩) ফরজার অ্যান্ড হিট ট্রিটার : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ (৪) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজা ১, ওবিসি ২)৷ (৫) পেইন্টার জেনারেল : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৬) মেশিনিস্ট : ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৭) টার্নার : ১ (অসংরক্ষিত)৷ (৮) মেটিরিয়াল হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট মেকানিক-কাম-অপারেটর : ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷

(গ) সি অ্যান্ড ডব্লিউ শপ এএমভি-এলকেও : (১) কার্পেন্টার : ১০১ (জেনাঃ ৫৩, তঃজাঃ ২০, তঃউঃজা ১, ওবিসি ২৭)৷ (২) ফিটার : ১২৭ (জেনাঃ ৬৭, তঃজাঃ ২৫, তঃউঃজা ১, ওবিসি ৩৪)৷ (৩) পেইন্টার জেনারেল : ৫৪ (জেনাঃ ৩০, তঃজাঃ ১০, ওবিসি ১৪)৷ (৪) মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স : ১৪ (জেনাঃ ৯, তঃজাঃ ২, ওবিসি ৩)৷ (৫) মেশিনিস্ট : ১৬ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, ওবিসি ৪)৷ (৬) ওয়েল্ডার : ৬২ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১২, ওবিসি ১৬)৷

(ঘ) লোকোমোটিভ ওয়ার্কশপ-সিবি / এলকেও : (১) ফিটার : ২০৮ (জেনাঃ ১০৯, তঃজাঃ ৪১, তঃউঃজা ২, ওবিসি ৫৬)৷ (২) ইলেকট্রিশিয়ান : ৮০ (জেনাঃ ৪৩, তঃজাঃ ১৬, ওবিসি ২১)৷ (৩) মেশিনিস্ট : ২৬ (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, ওবিসি ৭)৷ (৪) ওয়েল্ডার : ১৯ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, ওবিসি ৫)৷

(ঙ) লোকোমোটিভ ওয়ার্কশপ (ইলেক্ট)-সিবি এলকেও : (১)  ইলেকট্রিশিয়ান : ৮২ (জেনাঃ ৪৪, তঃজাঃ ১৬, ওবিসি ২২)৷ (২) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং : ১১৮ (জেনাঃ ৬৩, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৩১)৷ (৩) ওয়ারম্যান : ২৫ (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, ওবিসি ৬)৷

ক্লাস্টার আম্বালা (ইউএমবি) : (ক) জেইউডিডব্লিউ ওয়ার্কশপ : (১) ফিটার : ১২৯ (জেনাঃ ৬৮ তঃজাঃ ২৬, ওবিসি ৩৫)৷ (২) ওয়েল্ডার : ৬৫ (জেনাঃ ৩৫, তঃজাঃ ১৩, ওবিসি ১৭)৷ (৩) কার্পেন্টার : ৬১ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১২, ওবিসি ১৬)৷ (৪) পেইন্টার জেনারেল : ৫৯ (জেনাঃ ৩১, তঃজাঃ ১২, ওবিসি ১৬)৷ (৫) মেশিনিস্ট : ৩৯ (জেনাঃ ২১, তঃজাঃ ৮, ওবিসি ১০)৷ (৬) ওয়ারম্যান : ২৯ (জেনাঃ ১৫, তঃজাঃ ৬, ওবিসি ৮)৷ (৭) ইলেকট্রিশিয়ান : ২৪ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, ওবিসি ৬)৷ (৮) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং : ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, ওবিসি ৩)৷

ক্লাস্টার দিল্লি (ডিএলআই) : (ক) ব্রিজ ওয়ার্কশপ, টিকেজে : (১) ফিটার : ২৮ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজা ২, ওবিসি ৮)৷ (২) ওয়েল্ডার : ১৭ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজা ১, ওবিসি ৩)৷ (৩) কার্পেন্টার : ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ২)৷ (৪) পেইন্টার জেনারেল : ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৫) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট : ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷

(খ) টিএমসি লাইন : (১) মেকানিক (মোটর ভেহিকেল) : ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (২) ইলেকট্রিশিয়ান : ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৩) ইলেকট্রনিক্স : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ (৪) মেকানিক (ডিজেল) : ৩ (জেনাঃ ২, তঃউঃজা ১)৷

(গ) সি অ্যান্ড ডব্লিউ / এনডিএলএস : (১) ফিটার : ৭৩ (জেনাঃ ৩৬, তঃজাঃ ১১, তঃউঃজা ৬, ওবিসি ২০)৷ (২) পেইন্টার জেনারেল : ২৫ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজা ২, ওবিসি ৭)৷ (৩) কার্পেন্টার : ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজা ২, ওবিসি ৭)৷ (৪) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ২১ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজা ১, ওবিসি ৫)৷

(ঘ) সি অ্যান্ড ডব্লিউ / ডিএলএস : (১) ফিটার : ৩৮ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজা ৩, ওবিসি ১০)৷ (২) পেইন্টার জেনারেল : ১৩ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ৩)৷ (৩) কার্পেন্টার : ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ৪)৷ (৪) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজা ১, ওবিসি ৩)৷

(ঙ) সি অ্যান্ড ডব্লিউ / ডিইই-ডিএলআই ডিভিশন :  ফিটার : ৪২ (জেনাঃ ২২, তঃজাঃ ৬, তঃউঃজা ৩, ওবিসি ১১)৷

(চ) সি অ্যান্ড ডব্লিউ / এইচএনজেডএম : (১) ফিটার : ৩৪ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজা ৩, ওবিসি ৯)৷ (২) পেইন্টার জেনারেল : ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজা ১, ওবিসি ৩)৷ (৩) কার্পেন্টার : ১১ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজা ১, ওবিসি ৩)৷ (৪) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ৩)৷

(ছ) ইলেকট্রিক লোকো শেড / ডিজেডবি (ডিএলআই ডিভিশন) : (১) ফিটার : ৫৮ (জেনাঃ ২৯, তঃজাঃ ৯, তঃউঃজা ৪, ওবিসি ১৬)৷ (২) মেশিনিস্ট : ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজা ২, ওবিসি ৫)৷ (৩) মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স : ১৯ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজা ১, ওবিসি ৫)৷ (৪) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ৫)৷

(জ) ইএমইউ / ডিজেডবি (ডিএলআই ডিভিশন) : (১) ইলেকট্রিশিয়ান : ৫৬ (জেনাঃ ২৯, তঃজাঃ ৮, তঃউঃজা ৪, ওবিসি ১৫)৷ (২) মেশিনিস্ট : ৫৪ (জেনাঃ ২৮, তঃজাঃ ৮, তঃউঃজা ৪, ওবিসি ১৪)৷

(ঝ) ডিএসএল শেড / টিকেডি (ডিএলআই ডিভিশন) : (১) ইলেকট্রিশিয়ান : ৫৪ (জেনাঃ ২৭, তঃজাঃ ৮, তঃউঃজা ৪, ওবিসি ১৫)৷  (২) মেকানিক (ডিজেল) : ৫২ (জেনাঃ ২৭, তঃজাঃ ৭, তঃউঃজা ৪, ওবিসি ১৪)৷

(ঞ) ডিএসএল শেড / এসএসবি (ডিএলআই ডিভিশন) : (১) ইলেকট্রিশিয়ান : ৩২ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজা ২, ওবিসি ৯)৷  (২) মেকানিক (ডিজেল) : ২৯ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজা ২, ওবিসি ৮)৷

ক্লাস্টার ফিরোজপুর (এফজেডআর) : (ক) ডিএমইউ কার বেস, জেইউসি (এফজেডআর ডিভিশন) : (১) ইলেকট্রিশিয়ান : ১২ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, ওবিসি ১)৷  (২) মেকানিক (ডিজেল) : ৩২ (জেনাঃ ২০, তঃজাঃ ৮, ওবিসি ৪)৷ (৩) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ (৪) টার্নার : ২ (অসংরক্ষিত)৷

(খ) সি অ্যান্ড ডব্লিউ ওয়ার্কশপ, এফজেডআর ডিভিশন : (১) ফিটার : ৭৫ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৯, ওবিসি ৯)৷ (২) কার্পেন্টার : ৫ (জেনাঃ ৪, তঃজাঃ ১)৷ (৩) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷

(গ) ডিএসএল শেড – এলডিএইচ (এফজেডআর ডিভিশন) : (১) ইলেকট্রিশিয়ান : ৮৯ (জেনাঃ ৫৬, তঃজাঃ ২২, ওবিসি ১১)৷ (২) মেকানিক (ডিজেল) : ১০৪ (জেনাঃ ৬৬, তঃজাঃ ২৬, ওবিসি ১২)৷ (৩) টার্নার : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি ১)৷ (৪) কার্পেন্টার : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ (৫) পেইন্টার জেনারেল : ২ (অসংরক্ষিত)৷ (৬) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি ১)৷ (৭) মেকানিক (মোটর ভেহিকেল) : ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷

(ঘ) ওয়ার্কশপ (মেকানিক্যাল) -এএসআর : (১) পেইন্টার জেনারেল : ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (২) ইলেকট্রিশিয়ান : ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৫, ওবিসি ৫)৷ (৩) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : ৩২ (জেনাঃ ১৬, তঃজাঃ ৮, ওবিসি ৮)৷ (৪) ফিটার : ৩৯ (জেনাঃ ২০, তঃজাঃ ৯, ওবিসি ১০)৷ (৫) মেশিনিস্ট : ৪৭ (জেনাঃ ২৪, তঃজাঃ ১১, ওবিসি ১২)৷ (৬) মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স : ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৫, ওবিসি ৫)৷

(ঙ)  ব্রিজ ওয়ার্কশপ-জেইউসি : ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) : (১) প্লেট ফিটার : ১৬ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ৪)৷    (২) ওয়েল্ডার : ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ৩)৷ (৩) জেনারেল ফিটার : ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৪) মেশিনিস্ট : ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজা ১, ওবিসি ৩)৷ (৫) স্লিংগার : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৬) এমডব্লিউডি ফিটার : ২ (অসংরক্ষিত)৷ (৭) পাইপ ফিটার : ২ (অসংরক্ষিত)৷ (৮) মেকানিক (মোটর ভেহিকেল) : ২ (অসংরক্ষিত)৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.rrcnr.org ওয়েবসাইটের মাধ্যমে৷ উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ ১০০ টাকা দরখাস্ত ফি অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিকভাবে প্রতিবন্ধী ও মহিলাদের কোনো ফি লাগবে না৷

দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ছবি, সই ও বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ জেপিজি ফর্ম্যাটে (সাইজ ১০ কেবি থেকে ৫০ কেবি) স্ক্যান করে এবং জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার (মাধ্যমিক ও আইটিআই) যাবতীয় প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেটের (যদি থাকে) স্বপ্রত্যয়িত প্রতিলিপি স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক ও আইটিআই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং ডাক্তারী পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.rrcnr.org

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/RRC-NORTHER-RAIWAY-APPRENTICE.pdf

Apply Online: http://www.actapr.rrcnr.org/Registration_Form.aspx

Share it :